শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
শুক্রবার সকালে, জীবনের প্রথম বড় পরীক্ষার দিন, বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর জঙ্গলে টাকি মারি এলাকায় এক দাঁতলের সামনে পরে অর্জুন দাস । বাইকে সাওয়ার অর্জুনকে শুঁড়ে তুলে নিয়েই মাটিতে আছড়ে ফেলে বন্য এক হাতি । এরপর বাবার আর্তনাদ শুনে ঘটনা স্থলে ছুটে আসেন স্থানীয়রা । গুরুতর আহত ওই কিশোরকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার । ঘটনাটির পর শোকের ছায়া নেমেছে অঞ্চলে ।
কিছুদিন ধরেই ওই অঞ্চলে এই দল ছুট দুই হাতি দাপিয়ে বেড়াচ্ছিল । এর আগেও ওই গ্রামে এদের শিকার হয়েছেন আরও এক ব্যক্তি । স্থানীয় মানুষের অভিযোগ, বন দফতরে এবিষয়ে জানালেও, দল ছুট ওই দুই হাতি রুখতে কোনও ব্যবস্থা নেয়নি তারা । বরং অঞ্চলে হাতি হানার ঘটনায় সম্পত্তি বা প্রাণহানির ঘটনা ঘটলেই, চাকরী দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় ক্ষোভ দমিয়ে দেওয়ার চেষ্টা করে বন দফতর । আজ সকালে, বন্য দামালের হানায় মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুনের মৃত্যু পর, ঘটনাস্থলে বনকর্মীরা এলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পরেন তারা ।
এদিকে উত্তরবঙ্গে ঘটনাটি ঘটার পর থেকেই রাজ্যের বিভিন্ন বন সংলগ্ন অঞ্চলে তৎপরতা বাড়িয়েছে বন দফতর । মাধ্যমিক পরীক্ষার আগে এধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চলেও একইভাবে বনকর্মীরা হাতি তাড়াতে তৎপর হয়েছে ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34