Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ২, ২০২৩

“এটা কী ধরনের বৈঠক? ওঁরা নোংরা প্রশ্ন করছে’’, এথিক্স কমিটির বৈঠক থেকে অগ্নিশর্মা হয়ে বেরিয়ে বললেন মহুয়া মৈত্র, তাঁর সঙ্গে একই কারণে প্রতিবাদ জানিয়ে বৈঠক ছাড়লেন বিরোধী সাংসদরাও

আরম্ভ ওয়েব ডেস্ক
“এটা কী ধরনের বৈঠক? ওঁরা নোংরা প্রশ্ন করছে’’, এথিক্স কমিটির বৈঠক থেকে অগ্নিশর্মা হয়ে বেরিয়ে বললেন মহুয়া মৈত্র, তাঁর সঙ্গে একই কারণে প্রতিবাদ জানিয়ে বৈঠক ছাড়লেন বিরোধী সাংসদরাও

লোকসভার নীতি নির্ধারণ কমিটি অনৈতিক প্রশ্ন করছে একজন মহিলা সাংসদকে। এই ঘটনার প্রতিবাদে লোকসভার এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন মহুয়া মৈত্র সহ বিজেপি বিরোধী এথিক্স কমিটির সদস্যরা। টাকার বিনিময়ে মহুয়া মৈত্র সংসদে ব্যবসায়ী দর্শন হীরানন্দানির  হয়ে প্রশ্ন করেছেন। এই অভিযোগ মহুয়ার বিরুদ্ধে করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই অভিযোগ নিয়ে মহুয়া মৈত্রকে লোকসভার এথিক্স কমিটি বৃহস্পতিবার তলব করেছিল। প্রথমার্ধের বৈঠক ঠিকঠাক চলার পর বিরতি হয়। বিরতির পর আবার এথিক্স কমিটির বৈঠক শুরু হলে সেই বৈঠক মিনিট পনেরো চলার পরই মহুয়া মৈত্র ওই বৈঠক থেকে বেরিয়ে আসেন উত্তেজিত হয়ে।

উত্তেজিত অবস্থায় মহুয়া মৈত্র ও দানিশ আলী বৈঠক ছেড়ে বেরিয়ে আসার সময় মহুয়া মৈত্র ও দানিশ আলী বলেন, কি ভাবে এথিক্স কমিটিকে প্রশ্ন করতে হয় সেটা এথিক্স কমিটির চেয়ারম্যান জানেন না। মহুয়া মৈত্রের অভিযোগ, “চেয়ারম্যান বিনোদ সোনকর তাঁকে অনৈতিক, অমর্যাদাকর প্রশ্ন করেছেন। এটা কী ধরনের বৈঠক? ওঁরা নোংরা প্রশ্ন করছে।’’ দানিশ আলী বলেন, “একজন মহিলা সাংসদকে এথিক্স কমিটির চেয়ারম্যান প্রশ্ন করেন, তাঁর হোটেলের বিল কে দিয়েছেন? রাতে কার সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন? কার সঙ্গে বিদেশ গেছেন? এটা তো দ্রৌপদীর বস্ত্র হরণের মতো ঘটনা। কি ভাবে একজন মহিলার সঙ্গে কথা বলতে হয় সেটা চেয়ারম্যান জানেন না। এটা খুব বেশি হয়ে যাচ্ছে।”
এখনও এথিক্স কমিটির বৈঠকে চেয়ারম্যান বিনোদ সোনকর সহ বিজেপি সাংসদরা রয়েছেন। তাঁরা বেরিয়ে কি বলেন এখন সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!