Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৯, ২০২২

নির্বাচনী বন্ড বিক্রির সময়সীমা বাড়িয়ে বিধি ভঙ্গ করেছে কেন্দ্র, অভিযোগ মহুয়া মৈত্রর

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাচনী বন্ড বিক্রির সময়সীমা বাড়িয়ে বিধি ভঙ্গ করেছে কেন্দ্র, অভিযোগ মহুয়া মৈত্রর

হিমাচল প্রদেশ ও গুজরাটের নির্বাচনে বিজেপিকে সুবিধা দিতেই নির্বাচনী বন্ড বিক্রির সময় বাড়িয়েছে কেন্দ্র। এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুআ মৈত্র। তাঁর দাবি, এই বন্ড বিক্রির সময়সীমা বাড়ানোয় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। মহুয়ার দাবি, বিজেপি যাতে বেনামি উৎস থেকে আরও বেশি পরিমাণে অনুদান পেতে পারে তার জন্য নির্বাচনী বন্ড বিক্রিতে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
চলতি মাসের ১২ তারিখ হিমাচল প্রদেশের বিধানসভার ভোট। গুডরাট বিধানসভায় দু’‌দফার ভোটের দিনক্ষণ ঠিক হয়েছে ১ ও ৫ ডিসেম্বর। এই দুই রাজ্যের বিধানসভা ভোটের প্রাক্কালে সোমবার নির্বাচনী বন্ড বিক্রিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২৯টি অনুমোদিত শাখার মাধ্যমে নির্বাচনী বন্ড বিক্রি করার অনুমতি দিয়েছে। এটি বন্ড বিক্রির ২৩তম ধাপ।
মহুয়া মৈত্র বলেছেন যে, ‌অতিরিক্ত দিনের জন্য নির্বাচনী বন্ড বিক্রির ফলে দুটি নির্বাচনী রাজ্যে প্রচারের জন্য বিজেপিকে আরও বেনামে অনুদান দেওয়া হবে। টুইটারে তিনি লিখেছেন, ‘‌গুজরাট ও হিমাচল প্রদেশে ভোটের আগে বিজেপি যাতে আরও বেশি অনুদান তুলতে পারে তার জন্য নভেম্বরের ৯–১৫ তারিখ পর্যন্ত নির্বাচনী বন্ড কেনার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। বিধানসভা নির্বাচনের বছরগুলি ছাড়া আগে জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবরে শুধুমাত্র ১০টি নির্দিষ্ট তারিখে বন্ড বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। এটা পরিস্কার নির্বাচন আচরণবিধি লঙ্ঘন।’‌ কংগ্রেস নেতা জয়রাম রমেশও মহুয়া মৈত্রর টুইট সমর্থন করেছেন। তিনি মন্তব্য করেছেন, ‘‌যদিও এখানে অবাক হওয়ার কিছু নেই।’‌


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!