Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২৭, ২০২২

মহিলাদের শিক্ষার অধিকারের ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব আফগান ছাত্ররা

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের শিক্ষার অধিকারের ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব আফগান ছাত্ররা

মেয়েদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞার প্রতিবাদে ছাত্রীদের আন্দোলনে অংশ গ্রহণ করলেন আফগান ছাত্ররা। রবিবার আফগানিস্তানের এক স্থানীয় সংবাদ চ্যানেলে প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর ক্লাস করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ছাত্রীদের উচশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করবার প্রতিবাদেই তাদের এমন পদক্ষেপ ।

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোজাম্মেল নামের এক ছাত্র জানান যতক্ষণ না মেয়েদের ক্লাসগুলো তাদের জন্য আবার খোলা হচ্ছে ততক্ষণ এই বয়কট চলতে থাকবে। বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পঠন- পাঠন প্রক্রিয়ায় কোনো মতেই তারা আর অংশ নেবেন না বলে জানান তিনি। নবিদুল্লা নামে আর এক ছাত্রও ছাত্রীদের নিজেদের ভগিনী সম বলে উল্লেখ করে উচ্চশিক্ষা গ্রহণে নিজের অনিচ্ছার কথা সংবাদ মাধ্যমকে জানান।

শুধুমাত্র ছাত্ররাই নয়, আফগানিস্তানের অধ্যাপক ও লেকচারাররাও আফগানিস্তান সরকারের কাছে মেয়েদের জন্য আবার বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ মুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন। অধ্যাপক তফিকুল্লাহ বলছেন যে তাঁরা ইসলামিক এমিরেটদের কাছে এ ব্যাপারে তাদের আর্জির কথা জানিয়েছেন।

‘‘মেয়েরা বিয়েবাড়ি যাওয়ার মতো সেজেগুজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে’- এই যুক্তিতে ডিসেম্বর মাসের প্রথমে আফগান উচ্চ শিক্ষা দফতর মেয়েদের পড়াশোনায় নিষেধাজ্ঞা জারি করে । যার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েন আফগান ছাত্রীরা। মাস্ক ও হিজাব পরিধান করে কাবুলের রাস্তায় সরকারের ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন তারা। তালিবান সরকার অবশ্য নিরাপত্তারক্ষীদের সাহায্যে কঠোরভাবে প্রতিবাদী ছাত্রীদের আন্দোলন দমন করে।

প্রসঙ্গত, ১৫ আগস্ট ,২০২১ থেকে মেয়েদের রাস্তায় একা বেরনো থেকে শুরু করে স্কুল,পার্ক, হোটেল ও অন্যান্য কর্মক্ষেত্রে প্রবেশ নিষিদ্ধ করেছিল সদ্য ক্ষমতায় আসা তালিবান সরকার। এখন উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা জারি করে মেয়েদের চার দেওয়ালের মধ্যে বন্দী করে রাখাটাই আরও প্রশস্ত করল তালিবানরা। যার নিন্দায় সরব হয়েছে আন্তর্জাতিক মহল।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!