Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ৩, ২০২২

মোদির শক্তিগড়ে অখিলেশের সমর্থনে মমতার সভা ।

ষষ্ঠ দফার ভোট চলছে । অভিযোগ নেই অশান্তির ।

আরম্ভ ওয়েব ডেস্ক
মোদির শক্তিগড়ে অখিলেশের সমর্থনে মমতার সভা ।

সরাসরি অখিলেশের সমর্থনে বারাণসীতে জনসভা মমতার, একই দিনে ভোট গোরক্ষপুরে আজ উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার ভোট শুরু হয়েছে । আসন সংখ্যা ৫৪। এর মধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ একাধিক হেভিওয়েট নেতার ‘ভাগ্য’ নির্ণয় হবে। আদিত্যনাথ লড়ছেন গোরক্ষপুর থেকে। আর এদিনই মোদির শক্তিগড় বারাণসীতে সমাজবাদী পার্টির সমর্থনে সরাসরি জনসভা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এ বারের নির্বাচনে মমতা ভার্চুয়াল মাধ্যমে সভা করেছেন। এই প্রথম সশরীরে হাজির হলেন।

আজ তিনি সাংবাদিক বৈঠক করবেন বারণসীতে, গোরক্ষপুর থেকে প্রায় শ’-দুই কিলোমিটার দূরে । ৭ মার্চ সপ্তম এবং শেষ দফার নির্বাচন। এর আগেই উত্তরপ্রদেশে ভোট প্রচারে আসবেন একথা জানিয়েছিলেন জননেত্রী । নির্দিষ্ট কর্মসূচি ঠিক করেই বুধবার বারাণসীতে পৌঁছে যান। দশাশ্বমেধ ঘাটের সিঁড়িতে বসে আরতি দেখেন। তবে গঙ্গার ঘাটে যাওয়ার আগে এবং গেরুয়া বিক্ষোভের সম্মুখীন হন । কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয় বারাণসীর রাস্তায়। মমতা তখনই জানিয়ে দেন, তাঁর সভার কোনও ধরনের সূচি বদল হচ্ছে না। আজ ১২টায় বারাণসীতে অখিলেশের সমর্থনে  সভা করলেন । মোদিরও এদিন উত্তরপ্রদেশে থাকার কথা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!