- দে । শ
- মার্চ ১৫, ২০২৫
দক্ষিণের সঙ্গে উত্তরের বেআইনি অস্ত্রযোগ । বসিরহাটে গ্রেফতার দুষ্কৃতী

জীবনতলার বেআইনি অস্ত্র ভান্ডারের যোগ বসিরহাটে ! ইছামতী নদীর ধারে একটি ইটভাটার পুরনো ঘর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ। গ্রেফতার এক দুস্কৃতী। পুলিশ জানিয়েছে, ধৃত দুস্কৃতীর নাম মনিরুল গাজি। বাড়ি বসিরহাট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নলকোঁড়া গ্রামে। একটি পুরনো মামলায় মনিরুলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। মনিরুলকে জেরা করে মজুত অস্ত্রের সন্ধান পায় পুলিশ। তার কাছ থেকে ৩ টি দোনলা বন্দুক, একটি দেশি বন্দুক ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত দুস্কৃতীর সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার অস্ত্র কান্ডের যোগ রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এদিন ভোররাতে বসিরহাট থানার শাঁকচুড়া–বাগুন্ডি পঞ্চায়েতের সোলাদানার কাছে নলকোঁড়া এলাকায়ে একটি ইটভাটার পরিত্যক্ত ঘরে বস্তার মধ্যে অস্ত্রগুলি রাখাছিল। বৃহস্পতিবার ভোরে বসিরহাট থানার পুলিশ অভিযান চালায়। বমাল গ্রেপ্তার করে মনিরুল গাজিকে। বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, দিন কয়েক আগে মনিরুল গাজিকে গ্রেপ্তার করে জেরা করে এই অস্ত্রের সন্ধান মেলে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জেনেছি কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায় বেআইনি অস্ত্র উদ্ধারে যে ঘটনা ঘটেছিল তার সঙ্গে মনিরুলের যোগ আছে। মনিরুল অবৈধ অস্ত্র কেনা বেচার মিডলম্যান হিসেবে কাজ করত। অস্তর কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করত। পুলিশ সুপার জানান, যেহেতু স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) জীবনতলার ঘটনার তদন্ত করছে। আমরা এই ঘটনা এসটিএফকে জানাচ্ছি। তারা এসে জেরা করবে। এদিন বসিরহাট আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।
❤ Support Us