- দে । শ
- নভেম্বর ১৭, ২০২৩
চলন্ত ট্রেনের সৌচাগারে কুপিয়ে খুন, নিহত বাংলার এক যুবক
ফের দেশের রেলওয়েতে যাত্রী সুরক্ষা নিয়ে উঠলো প্ৰশ্ন । চলন্ত ট্রেনেই খুন হলেন বাংলার এক যুবক । বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের শৌচালয় থেকে এই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে । পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন আহত ব্যক্তির মৃত্যু হয় । বৃহস্পতিবার রাতে, বিহারের নবগাছি রেল স্টেশনে ট্রেনটি দাড়ালে তাকে উদ্ধার করে পুলিশ ।
হাসপাতালের তরফে জানানো হয়েছে ব্যক্তির গলায় ও পেটে একাধিক ধারালো অস্ত্রের ক্ষত ছিল, ট্রেনের শৌচালয়ে দীর্ঘক্ষণ ওই অবস্থায় পরে থাকায় অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা ।
বিহারের নবগাছি রেল পুলিশের তরফে জানানো হয়েছে, বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের এস৯ বগির সৌচালয় থেকে ভয়ঙ্কর ভাবে আহত ব্যক্তিকে উদ্ধার করা হয় । বগির অন্যান্য যাত্রীরাই তাকে প্রথম দেখতে পায় । পরে ট্রেনের আপতকালীন অ্যালার্ম বাজিয়ে চালকের দৃষ্টি আকর্ষণ করেন যাত্রীরা। ট্রেনে উপস্থিত রেল পুলিশ খবর পেয়ে ওই কামরায় এসে নবগাছি স্টেশনে খবর পাঠায় । সেখানে ট্রেন পৌঁচালে নবগাছি মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় ।
ট্রেনের সৌচালয়ে আহত ওই দেহের পাশ থেকে আধার কার্ড এবং মোবাইল পাওয়া গেছে । সেখান থেকেই তাঁর পরিচয় ও ঠিকানা নিয়ে ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে রেলওয়ে পুলিশ । রেল পুলিস সূত্রে খবর, মৃতের বয়স আটচল্লিশ । বাড়ি কোচবিহারের নাটাবাড়িতে। রাজস্থানের জয়পুর থেকে এই ট্রেনে উঠেছিলেন তিনি । প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, লুঠ করতে বাধা পেয়েই দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে ওই ব্যক্তিকে । গলায় ও পেটে ক্ষত চিহ্ন রয়েছে । শৌচালয়ে দীর্ঘক্ষণ ওই অবস্থায় পরে থেকে, অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তার মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে জিআরপি । পাশাপাশি ব্যক্তিগত শত্রুতার জেরে খুন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ।
এদিকে রেল নিরাপত্তাকারীদের নজর এড়িয়ে দুষ্কৃতীরা কীভাবে ট্রেনে উঠল, সেই প্ৰশ্ন উঠতে শুরু করেছে
❤ Support Us