Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৭, ২০২৩

চলন্ত ট্রেনের সৌচাগারে কুপিয়ে খুন, নিহত বাংলার এক যুবক

আরম্ভ ওয়েব ডেস্ক
চলন্ত ট্রেনের সৌচাগারে কুপিয়ে খুন, নিহত বাংলার এক যুবক

ফের দেশের রেলওয়েতে যাত্রী সুরক্ষা নিয়ে উঠলো প্ৰশ্ন । চলন্ত ট্রেনেই খুন হলেন বাংলার এক যুবক । বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের শৌচালয় থেকে এই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে । পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন আহত ব্যক্তির মৃত্যু হয় । বৃহস্পতিবার রাতে, বিহারের নবগাছি রেল স্টেশনে ট্রেনটি দাড়ালে তাকে উদ্ধার করে পুলিশ ।

হাসপাতালের তরফে জানানো হয়েছে ব্যক্তির গলায় ও পেটে একাধিক ধারালো অস্ত্রের ক্ষত ছিল, ট্রেনের শৌচালয়ে দীর্ঘক্ষণ ওই অবস্থায় পরে থাকায় অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা ।

বিহারের নবগাছি রেল পুলিশের তরফে জানানো হয়েছে, বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের এস৯ বগির সৌচালয় থেকে ভয়ঙ্কর ভাবে আহত ব্যক্তিকে উদ্ধার করা হয় । বগির অন্যান্য যাত্রীরাই তাকে প্রথম দেখতে পায় । পরে ট্রেনের আপতকালীন অ্যালার্ম বাজিয়ে চালকের দৃষ্টি আকর্ষণ করেন যাত্রীরা। ট্রেনে উপস্থিত রেল পুলিশ খবর পেয়ে ওই কামরায় এসে নবগাছি স্টেশনে খবর পাঠায় । সেখানে ট্রেন পৌঁচালে নবগাছি মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় ।

ট্রেনের সৌচালয়ে আহত ওই দেহের পাশ থেকে আধার কার্ড এবং মোবাইল পাওয়া গেছে । সেখান থেকেই তাঁর পরিচয় ও ঠিকানা নিয়ে ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে রেলওয়ে পুলিশ । রেল পুলিস সূত্রে খবর, মৃতের বয়স আটচল্লিশ । বাড়ি কোচবিহারের নাটাবাড়িতে। রাজস্থানের জয়পুর থেকে এই ট্রেনে উঠেছিলেন তিনি । প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, লুঠ করতে বাধা পেয়েই দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে ওই ব্যক্তিকে । গলায় ও পেটে ক্ষত চিহ্ন রয়েছে । শৌচালয়ে দীর্ঘক্ষণ ওই অবস্থায় পরে থেকে, অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তার মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে জিআরপি । পাশাপাশি ব্যক্তিগত শত্রুতার জেরে খুন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ।
এদিকে রেল নিরাপত্তাকারীদের নজর এড়িয়ে দুষ্কৃতীরা কীভাবে ট্রেনে উঠল, সেই প্ৰশ্ন উঠতে শুরু করেছে


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!