- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৯, ২০২৪
ব্যালন ডি’অর জিতলেন স্পেনের রড্রি, আবার সেরা গোলকিপার আজেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ

লড়াইয়ে থাকলেও দলের তারকা স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র যে ব্যালন ডি’অর পুরস্কার পাবেন না, আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তাই তারা প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। রিয়েল মাদ্রিদ না আসায় কিছুটা হলেও জৌলুস হারিয়েছিল এবারের অনুষ্ঠান। তবে যখন ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ম্যানচেস্টার সিটির রদ্রির নাম ঘোষণা করা হয়েছিল, অন্যরকম আবহ তৈরি হয়েছিল। ৬৪ বছর পর পুরুষদের বিভাগে এই প্রথম কোনও স্পেনের ফুটবলার ব্যালন ডি’অর পুরস্কার জিতলেন।
এবারের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য লড়াইয়ে ছিলেন রড্রি, ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহাম। বাকি দুজনকে পেছনে ফেলে শিরোপা জিতে নিলেন রড্রি। দ্বিতীয়ো ও তৃতীয় হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহাম। এসি মিলানের প্রাক্তন ফুটবলার ও ১৯৯৫ সালে ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়া রড্রির নাম ঘোষণা করেন। ১৯৬০ সালে প্রথম ও শেষবার স্পেনের ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন লুইস সুয়ারেজ। দ্বিতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে পুরুষদের বর্ষসেরার পুরস্কার পেলেন রড্রি। ক্রাচে ভর দিয়ে পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময় আবেগে ভাসছিলেন রড্রি।
গত মরশুমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রড্রি। স্পেনকে ইউরো কাপে চ্যাম্পিয়ন করেছেন। ইউরো কাপের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মাত্র একটা ম্যাচে হেরেছিলেন। মহিলাদের বিভাগে ব্যালন ডি’অরও গেছে স্পেনের দখলে। স্পেনের মহিলা দলের ফুটবলার আইতানা বোনমাতি জিতে নিয়েছেন মহিলাদের ব্যালন ডি’অর।
পুরুষদের বর্ষসেরা কোচ হয়ে জোহান ক্রুয়েফ ট্রফি জিতেছেন রিয়েল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তি। যদিও তিনি এদিন পুরস্কার মঞ্চে হাজির ছিলেন না। মহিলাদের বর্ষসেরা কোচ হয়েছেন চেলসির এমা হেইস। সর্বোচ্চ গোলতাতা হয়ে গার্ড মুলার ট্রফি জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও ইংল্যান্ডের হ্যারি কেন। বর্যসেরা গোলকিপার আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। এই নিয়ে পরপর দু’বার বর্ষসেরার পুরস্কার জিতলেন অ্যাস্টন ভিলা তারকা। বর্ষসেরা তরুণ খেলোয়াড় স্পেনের লামিনে ইয়ামাল।
❤ Support Us