- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৫, ২০২২
ম্যান ইউ জার্সিতে অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখলেন অ্যান্টনি ডস স্যান্টোস!
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওপর আর তেমন ভরসা নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। তাই এবার সই করিয়েছে ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনি ডস স্যান্টোসকে।

চিত্র সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওপর আর তেমন ভরসা নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। তাই এবার সই করিয়েছে ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনি ডস স্যান্টোসকে। ম্যান ইউ জার্সিতে অভিষেক ম্যাচ তিনি স্মরণীয় করে রাখলেন। অ্যান্টনি-ব়্যাশফোর্ড যুগলবন্দিতে আর্সেনাল চূর্ণ ম্যান ইউয়ের কাছে। আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে প্রত্যাবর্তনের জোরালো বার্তা দিলেন নতুন ম্যানেজার এরিক টেন হ্যাগ।
রবিবার ম্যাচের ৩৫ মিনিটে অ্যান্টনি ডস স্যান্টোসের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ৬০ মিনিটে বুকায়ো সাকার গোলে ম্যাচে সমতা ফেরায় আর্সেনাল। তার পরেই ঝলসে ওঠেন মার্কাস র্যাশফোর্ড। ৬৬ মিনিটে তিনি আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন। ৭৫ মিনিটে র্যাশফোর্ডের গোলে ।জয় নিশ্চিত হয়ে যায় ম্যান ইউয়ের।
দলকে দুরন্ত জয় এনে দেওয়ার পর র্যাশফোর্ড বলেন, ‘আর্সেনালের মতো বড় দলের বিরুদ্ধে গোল করার একটা অন্যরকম অনুভূতি রয়েছে। ওরা মরসুমটা দারুণ ভাবে শুরু করেছে। ফলে আমাদের পক্ষ থেকেও এমন একটা আঘাতের প্রয়োজন ছিল। আশা করি, এই জয়ের পরে সমর্থকেরা আমাদের ওপর আস্থা রাখবে।’
আর্সেনালের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর টেন হ্যাগও স্বস্তিতে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তাঁর দল এখন রয়েছে পাঁচ নম্বরে। ম্যাচের পরে টেন হ্যাগ বলেন, ‘আর্সেনালের মতো দলকে হারিয়ে বল লাগছে। মরসুমের শুরু থেকে দলের মধ্যে এই লড়াকু মানসিকতাই দেখতে চেয়েছি। ফুটবলাররা প্রমাণ করে দিয়েছে, পিছিয়ে থাকার অর্থ ম্যাচ থেকে ছিটকে যাওয়া নয়। বরং পাল্টা শক্তি নিয়ে আক্রমণে ফিরতে পারলে সাফল্য আসবেই।’ অ্যান্টনি এবং র্যাশফোর্ড নিয়ে টেন হ্যাগের বিশ্লেষণ, ‘ওরা সেরা ম্যাচ উপহার দিয়েছে। বিশেষ করে, অ্যান্টনি অভিষেক ম্যাচে যেমন খেলেছে, আমি মুগ্ধ।র্যাশফোর্ডের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছে। আমার কাছে দারুণ প্রাপ্তি।’
❤ Support Us