Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৩, ২০২৩

উত্তরপ্রদেশে রাসায়নিক কারখানায় আগুন । শিল্পাঞ্চলে পরপর আগ্নিকান্ডের ঘটনায় প্রশ্নের মুখে যোগী প্রশাসন

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরপ্রদেশে রাসায়নিক কারখানায় আগুন । শিল্পাঞ্চলে পরপর আগ্নিকান্ডের ঘটনায় প্রশ্নের মুখে যোগী প্রশাসন

উত্তরপ্রদেশের একটি রাসায়নিক কারখানায় শনিবার বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এদিন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বেরিলির পারশাখেরা ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। সর্ট সার্কিট থেকে এদিন সকালে ওই রাসায়নিক কারখানায় আগুন লেগেছে তা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকলের ৬টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের জেরে যাতে বিপদ না বাড়ে তার মোকাবিলায় পরাশাখেরা ইন্ডাস্ট্রিয়াল এলাকা খালি করে দেওয়া হয়েছে। কর্মী এবং আবাসিকদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, এদিন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত ওই রাসায়নিক কারখানাতে অগ্নিকাণ্ডের সময়ে সেখানে কাজ করছিলেন কয়েকজন কর্মী।

উত্তরপ্রদেশে কারখানা বা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা লেগেই রয়েছে। চলতি সপ্তাহে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিল্লি-লখনউ ন্যাশনাল হাইওয়ের সংলগ্ন এলাকায় অবস্থিত অশোকা ফোরাম প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থায়। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং ৬জন জখম হন। তবে এদিনের অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।

চলতি সপ্তাহে গত বুধবার অশোকা ফোরাম প্রাইভেট লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনার তিন-তিনজনের মৃ্ত্যুর খবরে চাঞ্চল্য ছড়ায়। এরপর ফের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে প্রশাসন খতিয়ে দেখছে কারখানাগুলিতে যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা মজুত রয়েছে কিনা। এব্যাপারে পুলিশ বা দমকলের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শীঘ্রই রিপোর্ট পেশ করা হবে।

পুলিশ সূত্রের খবর, গত বুধবারের অগ্নিকাণ্ডের ঘটনার পরে সংস্থার মালিক এবং ওই সংস্থায় কর্মরত আরও চারজনকে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!