Advertisement
  • দে । শ
  • জুন ১৯, ২০২৪

আগুনের গ্রাসে হলং বাংলো, পুড়ে ছাই পঞ্চাশ বছরের ইতিহাস

আরম্ভ ওয়েব ডেস্ক
আগুনের গ্রাসে হলং বাংলো, পুড়ে ছাই পঞ্চাশ বছরের ইতিহাস

মঙ্গলবার রাত নটা । দাউ দাউ করে জ্বলছে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো। বিধ্বংসী আগুনের গ্রাসে আটটি কক্ষ পুড়ে ছাই। ১৯৬৭ সালে নির্মিত প্রায় পঞ্চাশ বছর ধরে ভিভিআইপি, আমলা, দেশ বিদেশের পর্যটকদের রাতের অভয়ারণ্যের নৈশব্দ উপলব্ধির একমাত্র ঠিকানা আগুনের গ্রাসে মুহূর্তে ছাই হয়ে গেল।
ঘটনাস্থলে উপস্থিত বন কর্মীরা আপ্রাণ চেষ্টা করলেন। তবে কাঠের বাংলোতে একবার আগুন লাগলে তা দমকল ছাড়া আর কারোর নেভানোর সাধ্য নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতে ফায়ার ব্রিগেডের ১০ টা বেজে ১০ মিনিট বেজে যায়। ততক্ষনে আগুন অনেকটাই গ্রাস করেছে বাংলোকে । বাংলোতে কোনও পর্যটক ছিলেন না। ফলে কেউ আহত হননি। তবে কজন কর্মী ছিলেন। তাঁদের নজরেই প্রথম এই আগুন লাগার বিষয়টি ধরা পড়ে। । দমকলের দুটি ইঞ্জিন অবশ্য বাঁচাতে পারেনি হলং বাংলোকে।
জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও পারভিন কাসওয়াঁ বলেন, ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা জানিয়েছেন শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুনের সংস্পর্শে এসে বাংলোর একটি শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রে বিস্ফোরণ হয়। তিনি আরও বলেন, হাসিমারা এবং ফালাকাটায় দমকলকে খবর দেওয়া হয়। জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে দমকলকর্মীরা ১০টা ১০ মিনিট নাগাদ পৌঁছন। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্য আধিকারিকেরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। যদিও তাঁর মতে,আজ বুধবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে ।
১৯৬৭ সালে নির্মিত বাংলোটিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একসময় নিয়মিত আসতেন। কয়েক বছর আগে বাংলোটি সংস্কার করা হয়। আজ সেসব অতীত। মুহূর্তের অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল সবকিছু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!