শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
রুবি নিউ গড়িয়া মেট্রো রেলের ট্রায়াল রান মাত্র আট মিনিটে সম্পন্ন হল। রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টাটিন থেকে নিউ গড়িয়ায় অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছে গেল মাত্র ৮ মিনিটে। বুধবার ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে সম্পন্ন হল মেট্রোর ট্রায়াল রান। যে লাইনে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা ২০২৩ সালের মধ্যেই সম্পূর্ণ হয়ে যেতে পারে বলে মেট্রো রেল সূত্রে জানা গেছে।
মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, এখনই গড়িয়া-রুবি মেট্রো পরিষেবা শুরু হচ্ছে না। তবে বুধবার, ২৩ অগস্ট, কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান হয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ট্রায়াল রানের সময় মেট্রোর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার ছিল।
সেই ট্রায়াল রানে হাজির ছিলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। তিনি মোটরম্যানের ক্যাবে ছিলেন। সেইসঙ্গে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের উচ্চপদস্থ কর্তারাও ট্রায়াল রানে হাজির ছিলেন। ট্রায়াল রানের পর মেট্রোর বিভিন্ন ব্যবস্থা পরিদর্শন করেন তাঁরা । সেইসঙ্গে গ্রিন লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনে নেমে কীভাবে নর্থ-সাউথ করিডরের মেট্রো ধরবেন যাত্রীরা, তাও খতিয়ে দেখেন।
ট্রায়াল রানে রুবি থেকে কবি সুভাষে পৌঁছাতে কতক্ষণ লেগেছে? মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুপুর ১ টা ২৪ মিনিটে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মেট্রো স্টেশন থেকে এসি রেক ছাড়ে। দুপুর ১ টা ৩২ মিনিটে কবি সুভাষে পৌঁছে যায় মেট্রো। অর্থাৎ ওই ৫.৬ কিলোমিটার পথ অতিক্রম করতে আট মিনিট মাত্র লেগেছে।
নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু হলে টালিগঞ্জ থেকে রুবি পর্যন্ত যাতায়াতে সাধারণ মানুষদের খুবই সুবিধা হবে। তবে নিউ গড়িয়াতে মেট্রো থেকে নেমে তার পর নিউ গড়িয়া থেকে আবার রুবির জন্য মেট্রো ধরতে হবে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34