Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ১২, ২০২৪

থ্যালাসেমিয়া রোগীদের পাশে মাইন্ড গেমস চেস অ্যাকাডেমি ও চেসমিট ফাউন্ডেশন, তুলে দিল অর্থ সাহায্য

আরম্ভ ওয়েব ডেস্ক
থ্যালাসেমিয়া রোগীদের পাশে মাইন্ড গেমস চেস অ্যাকাডেমি ও চেসমিট ফাউন্ডেশন, তুলে দিল অর্থ সাহায্য

মাইন্ড গেমস চেস অ্যাকাডেমি ও চেসমিট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল অভিনব দাবা প্রতিযোগিতা। কর্পোরেট জগতের কর্তাব্যক্তিরা ছাড়াও অধ্যাপক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, দাবার শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হল থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সাহায্যার্থে।
এই অভিনব দাবা প্রতিযোগিতাকে উপলক্ষ্য করে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা থ্যালাসেমিয়ায় আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা অর্থ সাহায্যে এগিয়ে আসেন। প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ মাইন্ড গেমস চেস অ্যাকাডেমি ও চেসমিট ফাউন্ডেশনের পক্ষ থেকে থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়ার সম্পাদক উৎপল পান্ডার হাতে তুলে দেওয়া হয়েছে। ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন নীলাভ্র দত্ত ,মধুরিমা সেনগুপ্ত, ডঃ কৌশিক বল, শ্রীমতি শান্তা বিশ্বাস, অরুন্ধতী মুখার্জি, অয়ন মিত্র, কল্পনা মিত্র, ভিভান অন্ডিয়া, ঊষসী চন্দ, কিরীটি বিক্রম চন্দ, ঋত্বিকা মিত্র, অমর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট ব্যবসায়ী তাপস চক্রবর্তী। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন গ্র‌্যান্ডমাস্টার সায়ন্তন দাস, সেক ক্লাবের সভাপতি আইনজীবী তমাল মুখার্জি, ডাঃ কৌশিক শীল প্রমুখ।
মাইন্ড গেমস চেস অ্যাকাডেমি ও চেসমিট ফাউন্ডেশনের মহৎ উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল লেক ক্লাব। ক্লাবের সভাপতি তমাল মুখার্জি বলেন, ‘‌থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যের মতো মহৎ কাজে সামিল হতে পেরে আমরা গর্বিত। আগামী দিনেও এইরকম কাজে এগিয়ে আসবে।’‌ প্রতিযোগীদের উৎসাহ দিতে রবিবার লেক ক্লাবে হাজির ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ডঃ স্নেহাশিস শূর, ডাঃ রমেন হোমচৌধুরী, ডাঃ কৌশিক শীল, দুই গ্রান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ ও সায়ন্তন দাস, দেবাশিস বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী তাপস চক্রবর্তী, নীতেশ শিট, তাপস সর্দার প্রমুখ।
চেসমিট ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ মুখার্জি বলেন, ‘‌মহৎ কাজের জন্য সারা বছর ধরে আমরা এইরকম দাবা প্রতিযোগিতার আয়োজন করে থাকি। আগে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি। এবার থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য অর্থ সাহায্য করা হল। আগামী দিনেও আমারা এইরকম সামাজিক কাজে এগিয়ে আসব।’‌ মাইন্ড গেম চেস অ্যাকাডেমির সিইও ডঃ জয়ন্ত সরকার বলেন, ‘থ্যালাসেমিয়ায় আক্রান্তদের অর্থ সাহায্যের পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের একাকীত্ব থেকে কিছুটা মুক্তি দেও‌য়ার জন্যই অভিনব এই দাবা প্রতিযোগিতার আয়োজন। সামাজিক কর্তব্য পালনে এগিয়ে আসার জন্য সকলের কাছে কৃতজ্ঞ।’‌
প্রেস ক্লাবের সভাপতি ডঃ স্নেহাশিস শূর এই ধরনের সামাজিক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ডাঃ কৌশিক শীল অ্যালজাইমার ও ডিমেনশিয়া থেকে মুক্তির জন্য দাবা কতটা প্রয়োজনীয়, তার ওপর আলোকপাত করেন। গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ, ‘‌এরকম মহৎ উদ্যোগে সামিল হতে পেরে ভাল লাগছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!