Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২৭, ২০২৪

প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সভার মাঠ পরিদর্শনে মন্ত্রী সুজিত বসু ।

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সভার মাঠ পরিদর্শনে মন্ত্রী সুজিত বসু ।

যে মিশন মাঠ দখল করে নিয়েছিল শাজাহান বাহিনী গণপ্রতিবাদে সেই মাঠ সন্দেশখালির তৃণমুল বিধায়ক সুকুমার মাহাতো সাহস অন্য নেতারা এলাকার মানুষের হাতে ফিরিয়ে দিয়েছিলেন । সেই মাঠেই প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।সন্দেশখালিতে আগামী ৩০ ডিসেম্বর, সোমবার প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার প্রশাসনিক সভার প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে ও মাঠ পরিদর্শনে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে রাজ্যের মন্ত্রী তথা বসিরহাট সাংগঠনিক জেলার দলের দায়িত্ব প্রাপ্ত নেতা সুজিত বসু। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে আগামী সোমবার মুখ্যমন্ত্রী প্রশসনিক সভা করবেন । সভার প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে এদিন সন্দেশখালির মিশন মাঠে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন, জেলা শাসক শরদ কুমার দ্বিবেদি, পুলিশ সুপার হোসেন মেহেদী রাহমান , স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো সহ প্রশাসনিক আধিকারিকরা। মাঠ পরিদর্শন করে মন্ত্রী সুজিত বসু বলেন, উপভোক্তাদের সরকারি কিছু পরিসেবা সভা থেকে প্রদান করবেন মুখ্যমন্ত্রী। প্রায় ২০ হাজারের মত উপভোক্তা সেই সমস্ত সুযোগ সুবিধা পাবেন। পুরোটাই সরকারি অনুষ্ঠান। যে মাঠে হবে সেই মিশন মাঠ আমরা দেখতে এসেছি প্রশাসনিক সভার প্রস্তুতি যাতে ঠিক থাকে সেটা খতিয়ে দেখা হয়েছে। এখানে সমস্যা অনেক ছিল , অনেক সমস্যা সমাধান করা হয়েছে। আগে কি ছিল আর এখন কি হয়েছে এলাকার মানুষ বুঝতে পারছেন।

প্রসঙ্গত, সন্দেশখালিতে যে মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হওয়ার কথা সেই ঋষি অরবিন্দ মিশন মাঠ কয়েক বছর আগে গায়ের জোরে দখল করে নেয় শেখ শাহজাহান ও তার অনুগামীরা । দখল নিয়েই মাঠে ঢোকার গেটে লিখে দেওয়া হয় শেখ শাহজাহান ফ্যান ক্লাব। মাঠে ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করা হত নেতাদের উদ্যোগে । মাঠ দখলের পর থেকেই এলাকার বাসিন্দা ছোট ছোট ছেলে মেয়েরা ওই মাঠে খেলার অধিকার হারায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুলিশের উদ্যোগে এলাকার বিধায়ক সুকুমার মাহতোর উপস্থিতিতে শেখ শাহজাহান ও তার অনুগামীদের দখল করা ফুটবল মাঠ ফিরিয়ে দেওয়া হয় গ্রামবাসীদের হাতে। পুলিশ প্রশাসনের উদ্যোগে সে সময় শুধু শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নামের উপরে সাদা চুন দিয়ে ঢেকে দেওয়া হয়। সেই মাঠেই মুখ্যমন্ত্রী প্রশসনিক সভা করতে আসছেন। এদিন মাঠ পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক করেন সরকারি আধিকারিকরা। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই প্রস্তুতি বৈঠকে কোথায় হেলিপ্যাড হবে, মাঠের কোন দিকে মঞ্চ করা হবে, হেলিপ্যাড থেকে মখ্যমন্ত্রী কিভাবে সভার মঞ্চে আসবেন সে বিষয়ে সেসব ঠিক করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!