- দে । শ
- সেপ্টেম্বর ১৭, ২০২৪
বাংলায় পরিবেশ আছে, তাই নিশ্চিন্তে রাতে কর্মসূচি করতে পারছেন মহিলারা, বললেন মন্ত্রী স্বপন

আর জি কর কাণ্ডে রাত দখল বা ভোর দখলে নিশ্চিন্তে রাস্তায় নামতে পারছেন মহিলারা। তাদের নিরাপত্তা পুরোপুরি সুরক্ষিত। এটা মমতা ব্যানার্জির বাংলাতেই সম্ভব। মন্তব্য রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের। সোমবার সন্ধ্যায় কালনা নতুন বাসস্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করতে এসে আর জি কর কাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ‘মানবিকতা ও দায়িত্ববোধে’ অভিভূত স্বপনবাবু। বললেন, ‘আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারদের যাতে কোনওরকম অসুবিধে না হয়, সেজন্য মুখ্যমন্ত্রী নিজে রাতভর জেগে পাহারা দিচ্ছেন। এটা গোটা দেশের কাছে দৃষ্টান্ত।’ আরও বলেন, ‘আরজি কর কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তিনি যে সমব্যথী, এই আন্দোলনে তাঁরও পূর্ণ সমর্থন রয়েছে, একথা মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করেছেন। দোষীদের দৃষ্টান্তমূলক সাজা মানে ফাঁসির শাস্তিও চেয়েছেন। তবুও বিরোধীরা মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে কলুষিত করতে চাইছেন।’ মুখ্যমন্ত্রীকে ‘সহিষ্ণুতার প্রতীক’ আখ্যাও দিলেন মন্ত্রী। কারণ হিসেবে উল্লেখ করলেন, ‘আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। উল্টে অনুরোধের সুরেই চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখার আবেদন জানিয়েছেন। আলোচনা চেয়ে দিনের পর দিন অপেক্ষা করেছেন।’ আরও বলেন, ‘মায়েরা রাস্তায় নেমেছেন। কেউ রাত জাগছেন। কেউ রাত পাহারা কর্মসূচি, মানববন্ধন করছেন। কেউ মিছিল করছেন। বাংলায় মাঝরাতে মেয়েদের কর্মসূচি করার মত পরিবেশ আছে বলেই তো করতে পারছেন। এটা তো মানতে হবে।’
এরপরেই মন্ত্রী অনেক আন্দোলনকারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। আর জি করের ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি টিভিতে বা অন্যান্য সংবাদমাধ্যমে প্রতিবাদী হিসেবে মুখ দেখিয়ে পরের দিনই বিদেশে বেড়াতে চলে গেলেন।’ আরও বলেন, ‘এই সময় উৎসব শোভা পায় না বলে সবচেয়ে প্রতিবাদী মুখ, প্রতিবাদে অগ্রণী ব্যক্তিই পুজোয় স্ত্রী বা আত্মীয়ের জন্য কালনা শহরের বড় বড় দোকান থেকে দামি পোশাক কিনছেন। বিপুল টাকার বাজার করছেন। এমন ভুরিভুরি প্রমাণ আমার কাছে রয়েছে।’
❤ Support Us