- দে । শ
- নভেম্বর ১, ২০২৪
নাদনঘাটে বেপোরোয়া গতির বলি ৪, আশঙ্কাজনক ১

রাতের অন্ধকারে পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ ছাত্রের। আরেকজন মৃত্যুর সঙ্গে যুঝছে। এসটিকেকে রোডের নাদনঘাটের হাটসিমলা মোড়ে বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মোটরবাইকের সঙ্গে বোলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে। স্থানীয় বাসিন্দা ও দুর্ঘটনাগ্রস্ত আরোহীদের কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত কলেজ পড়ুয়া আবদুল সেলিম মোল্লা (২৬) এবং স্থানীয় পারুলডাঙা হাইস্কুলের ছাত্র নওয়াজ আলি মণ্ডল (১৫), আবু বক্কর সিদ্দিকি মণ্ডল (১৭) ও আরিফ শেখ (১৭) নাদনঘাটের নসরৎপুরের বাসিন্দা। কালনা হাসপাতালের সহকারি সুপার গৌতম বিশ্বাস জানান, ‘পথ দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় ঘটনাস্থলে বা নিয়ে আসার পথে ৪ জনের মৃত্যু হয়েছে। ১ জনের অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।’ মৃতরা সকলেই অত্যন্ত দুঃস্থ পরিবারের। শুক্রবার পরিবারগুলিকে সমবেদনা জানাতে গ্রামে ছুটে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পাশে থাকা ও সবরকমভাবে সাহায্যের প্রতিশ্রুতি দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কালনা-কাটোয়া এসটিকেকে রোড ধরে একটি সবজি বোঝাই বোলেরো গাড়ি কালনা থেকে নবদ্বীপের দিকে যাচ্ছিল। এমন সময় উল্টোদিক থেকে একটি বাইক কালনার দিকে যাওয়ার সময় বাইকটি প্রথমে রাস্তা পারাপার করা এক মহিলাকে ধাক্কা মারে ও ছিটকে যায়। এমনসময় উল্টো দিক থেকে আসা পিক আপ ভ্যানটির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয় ও বাইক আরোহীদের পিষে দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বেপোরোয়া গতির বাইক ও গাড়ির চালকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। কালনার এসডিপিও রাকেশ কুমার চৌধুরি জানান, ‘কীভাবে এতগুলো প্রাণ চলে গেল, খতিয়ে দেখা হচ্ছে।’ এদিকে শুক্রবার ময়নাতদন্তের পর ৪ ছাত্রের দেহ গ্রামে আসার খবর ছড়াতেই গোটা এলাকায় শোকের ছায়া ঘনিয়ে আসে। মৃতদের শেষ দেখা দেখতে হাজারেরও বেশি মানুষ ভিড় জমান। বিকেলে গ্রামের গোরস্থানে সমাধি দেওয়া হয় ৪ ছাত্রকে।
❤ Support Us