- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৯, ২০২৪
বাংলার রনজির প্রাথমিক দলে ঋদ্ধিমান, মহম্মদ সামি
সিএবি–র এক কর্তার কথায় গোঁসা করে বাংলা ছেড়েছিলেন। চলে গিয়েছিলেন ত্রিপুরায়। এনওসি নিয়ে এবছর আবার বাংলায় ফিরে এসেছেন। প্রত্যাশামতোই ঋদ্ধিমান সাহাকে রনজিতে বাংলার প্রাথমিক দলে রাখা হয়েছে। বাংলা ছেড়ে যাওয়া আর এক অভিজ্ঞ ব্যাটার সুদীপ চ্যাটার্জিও রয়েছেন। এছাড়াও রাখা হয়েছে মহম্মদ সামিকে। বুধবার রাতে সিএবি–র পক্ষ থেকে ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।
৩৯ বছর বয়সে আবার বাংলার হয়ে ঋদ্ধিমানের খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন অভিষেক পোড়েল, শাকির হাবিব গান্ধী, শুভঙ্কর বল, সৌরভ পালের মতো তরুণ উইকেটকিপাররা। সিএবি যে ৩১ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে, তাতে উইকেটকিপার হিসেবে লেখা রয়েছে অভিষেক পোড়েলের নাম। হাবিব গান্ধী কিংবা শুভঙ্কর বলরা প্রাথমিক তালিকায় জায়গা পাননি। ঋদ্ধি না খেললে হয়তো দু’জনের মধ্যে একজন সুযোগ পেতেন।
খেলার সুযোগ পাচ্ছিলেন না বলে বাংলা ছেড়ে সুদীপ চ্যাটার্জিও ত্রিপুরায় গিয়েছিলেন। তিনিও এনওসি নিয়ে আবার বাংলায় ফিরে এসেছেন। তাঁকেও ৩১ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে। তবে ১৫ জনের দলে সুযোগ পাবেন কিনা, সময়ই বলবে। এমাসের শুরুতেই মহম্মদ সামি কলকাতায় এসে বলেছিলেন, বাংলার হয়ে দুটি রনজি ম্যাচ খেলতে চান। তাঁকেও দলে রেখেছেন নির্বাচকরা। সামির অবশ্য বাংলার হয়ে মাঠে নামা ছাড়া উপায় ছিল না। কারণ, চোটমুক্ত হয়ে আবার ভারতীয় দলে ফিরতে গেলে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হত।
গত মরশুমে রনজিতে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন মনোজ তেওয়ারি। তিনি সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবছর কার হাতে সিএবি নেতৃত্ব তুলে দেয় সেটাই দেখার। তবে জানা গেছে ঋদ্ধিমান নেতৃত্ব দিতে রাজি নন। সেক্ষেত্র অভিমন্যু ঈশ্বরণ কিংবা অনুষ্টুপ মজুমদারের মধ্যে একজনের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে।
বাংলার ৩১ জনের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন: অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, ঋদ্ধিমান সাহা, সুদীপ ঘরামি, সুদীপ চ্যাটার্জি, অভিষেক পোড়েল, শাহবাজ আমেদ, ঋত্বিক চ্যাটার্জি, সৌরভ পাল, শুভম দে, অভিলিন ঘোষ, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, মহম্মদ সামি, মুকেশ কুমার, আকাশ দীপ, সূরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, রবি কুমার, রোহিত কুমার, সৈয়দ ইরফান আফতাব, যুধাজিৎ গুহ, অনন্ত সাহা, গীত পুরি, প্রীতম চক্রবর্তী, সৌম্যদীপ মণ্ডল, ঋষব বিবেক, সুমিত মহান্তা।
❤ Support Us