Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • নভেম্বর ৬, ২০২৩

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেসের প্রস্তাবিত প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের

আরম্ভ ওয়েব ডেস্ক
তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেসের  প্রস্তাবিত প্রার্থী  প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও কংগ্রেসের হায়দ্রাবাদ জুবিলি হিলস কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহম্মদ আজহারউদ্দিনেয় বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, সোমবার তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও তহবিল আত্মসাতের অভিযোগে আরও একবার তিনি আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হলেন ৷ আজহারউদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগগুলি তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের কিছু আগেই প্রকশ্যে এসেছে।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এমনও অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে যে তিনি হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থা থেকে তহবিল পাচার করেছেন। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এইচসিএ-র  সভাপতি থাকাকালীন তিনি তহবিল তছরুপ করেছেন।

সোমবার জামিনের জন্য মালকাজগিরি আদালতের দ্বারস্থ হয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। রাচাকোন্ডা থানায় প্রাক্তন ক্রিকেটার এবং হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও জানা গেছে যে মহম্মদ আজহারউদ্দিন মালকাজগিরি আদালতে গিয়ে তাঁর বিরুদ্ধে রাচাকোন্ডা পুলিশের দায়ের করা চারটি মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন।

বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন তিনি। মহম্মদ আজহারউদ্দিনের হায়দ্রাবাদের জুবিলি হিলস কেন্দ্র থেকে ৩০ নভেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে লড়াই করার কথা রয়েছে। কংগ্রেস নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে মহম্মদ আজহারউদ্দিনকে। কংগ্রেস প্রার্থী এখনও বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেননি। ক্রিকেটারের বিরুদ্ধে মামলা তেলঙ্গানায় তাঁর নির্বাচনী প্রচারে প্রভাব ফেলতে পারে কারণ বিরোধী নেতারা এই অভিযোগের ফলে মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি উত্থাপন করার সুযোগ পেয়ে যাবেন।

এর আগে, ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই তাঁকে আজীবনের জন্য নিষিদ্ধ করার পর মহম্মদ আজহারউদ্দিনের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যায়। তার পরে ২০১২ সালে মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞা অন্ধ্র প্রদেশ হাইকোর্ট প্রত্যাহার করে এবং তিনি হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!