Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১১, ২০২৪

ওড়িশার মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি । ডেপুটি কণকবর্ধন সিং দেও এবং পার্বতী প্রভীদা

আরম্ভ ওয়েব ডেস্ক
ওড়িশার মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি । ডেপুটি কণকবর্ধন সিং দেও এবং পার্বতী প্রভীদা

কেওনঝাড়ের বিধায়ক মোহন চরণ মাঝি ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হলেন । বিজেপির দুই নেতা কণকবর্ধন সিং দেও এবং পার্বতী প্রভীদা তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব সামলাবেন ।

পশ্চিমবঙ্গের প্রতিবেশি রাজ্য ওড়িশার বিধানসভায় প্রথমবার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে পদ্ম ‌শিবির । ১৪৭ মধ্যে ৭৮টি আসন তাদের দখলে । লোকসভাতেও ২১টির মধ্যে বিজেপির দখলে ২০টি আসন । এর আগে বিজেডির সঙ্গে জোট বেঁধে বিধানসভা দখল করলেও, সে রাজ্যে বিজেপির একক কৃতিত্বে সরকার গঠন এই প্র‌থম ।

মঙ্গলবার ভুবনেশ্বরে বিজেপির রাজ্য দফতরে নতুন বিধায়কদের নিয়ে, মুখ্যমন্ত্রীর নির্বাচনে বৈঠকে বসেছিলেন দলের শীর্ষ নেতারা। সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। সেখানে ঠিক হয়, জনজাতি ভুক্ত মোহন মাঝিই নবীন পট্টানায়কের স্থলাভিষিক্ত হবেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও শিলমোহর দেয় সেই সিদ্ধান্তে। বৃহস্পতিবারই হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। এর আগে টানা চব্বিশ বছর ওড়িশায় ছিল বিজেডির সরকার। মুখ্যমন্ত্রীর কুরসিতে ছিলেন নবীন পট্টনায়ক। ২০২৪এর বিধানসভায় গেরুয়া ঝড়ে ক্ষমতাচ্যুত হয় বিজেডি।

ওড়িশায় বিজেপির টিকেটে পরপর চার বার বিধায়ক হয়েছেন মোহন মাঝি। প্রতিপক্ষ বিজেডির মিনা মাঝিকে ৮৭ হাজারেরও বেশী ভোটে পরাভূত করেন তিনি । বৃহস্পতিবার তাঁর নয়া মন্ত্রিসভা গঠনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের প্র‌থমসারির নেতাদের পাশাপাশি বিজেপি ক্ষমতাসীন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শপথ অনুষ্ঠানে যোগ দেবেন । ভুবনেশ্বরের জনতা ময়দানে হবে এই শপথ অনুষ্ঠান ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!