Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩, ২০২৩

পোপ ষোড়শ বেনেডিক্টকে শেষ শ্রদ্ধা জানাতে পিটার্স স্কোয়্যারে জনজোয়ার

আরম্ভ ওয়েব ডেস্ক
পোপ ষোড়শ বেনেডিক্টকে শেষ শ্রদ্ধা জানাতে পিটার্স স্কোয়্যারে জনজোয়ার

সোমবার থেকে সেণ্ট পিটার্স স্কোয়্যারের ব্যাসিলিকায় শায়িত রয়েছে পোপ ষোড়শ বেনেডিক্টের মৃতদেহ। তিন দিন রাখা থাকবে তাঁর দেহ । ভক্ত ও অনুরাগীরা এই সময় তাদের প্রিয় পোপকে শ্রদ্ধা জানাতে পারবেন।

সোমবার সকালেই ভ্যাটিকানের মাঠে পোপের মৃতদেহ স্থানান্তরিত হয়েছে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসছেন অনুরাগীরা।স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সোমবারই প্রায় দশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাদের প্রিয় পোপকে দেখতে। ইটালির একজন সন্ন্যাসীনি আনা মারিয়া বেশ সকাল সকালই হাজির হন পোপের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। তিনি সংবাদমাধ্যমকে জানান চার্চের জন্য তাঁর অবদান অনেক। আজ শেষবারের মত সম্মান জানাতে পেরে তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন। অন্যদিকে টাস্কেনি থেকে আগত আর এক তীর্থযাত্রী ফ্রান্সেস্কা গ্যাব্রিয়েলি পোপের মহানুভবতার প্রশংসা করে বলেন যে ভ্যাটিকানের পরিবেশ এখন বেশ হৃদ্যতাপূর্ণ। ভ্যালেরি মিচালক নামে পোপের নিজের দেশ জার্মানিরই এক নাগরিক এদিন এসেছিলেন ভ্যাটিকানে। সংবাদ মাধ্যমকে তিনি বলেন তাঁর কাছে জীবনের এটি এক অন্যতম সু্যোগ ছিল পোপকে শ্রদ্ধা জানাবার। আর সেই সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।

ভ্যাটিকান প্রশাসন জানিয়েছেন সারা বিশ্বে প্রায় ৬৫০০০ মানুষ এদিন শ্রদ্ধা জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্টকে। শ্রদ্ধা জ্ঞাপনকারীদের মধ্যে ছিলেন স্পেনের প্রাক্তন রানি সোফিয়া, পোল্যান্ডের রাষ্ট্রপতি অ্যাণদ্রেজ দুদা। ইটালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মিলোনি থেকে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ও রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সকলেই পোপের প্রতি তাদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

প্রসঙ্গত,পোপ ষোড়শ বেনেডিক্ট ২০১৩ সালে দীর্ঘ আট বছর পোপের পদে থাকার পর পদত্যাগ করেছিলেন। স্বাস্থ্যের অবনতির কারণেই ছিল তাঁর এই সিদ্ধান্ত। চার্চের ইতিহাসে যা নজিরবিহীন এক ঘটনা। তাঁর মৃত্যুর পর পোপ পদে আসীন হন পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার ভ্যাটিকান থেকেই বেনেডিক্টের শোক যাত্রার সূচনা করবেন তাঁর উত্তরসূরী।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!