Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৫, ২০২৩

‌শচীনের পর ধোনিকেও সম্মান, ৭ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
‌শচীনের পর ধোনিকেও সম্মান, ৭ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড

আগেই ১০ নম্বর জার্সি তুলে রেখে ক্রিকেটের কিংবদন্তী শচীন তেন্ডুলকারকে সম্মান জানিয়েছিল। এবার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সিও তুলে রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে আর কোনও ভারতীয় ক্রিকেটারকে ৭ নম্বর জার্সি গায়ে মাঠে দেখা যাবে না। অর্থাৎ, ভারতীয় ড্রেসিংরুম থেকে চিরতরে বিদায় নিল ৭ ও ১০ নম্বর জার্সি।
একসময় ১০ নম্বর জার্সি গায়ে খেলতেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী। তিনি অবসর নেওয়ার পর ওই জার্সি গায়ে কোনও ক্রিকেটারকে মাঠে দেখা যেত না। শচীনের সম্মানের কথা ভেবেই কোনও ক্রিকেটার ১০ জার্সি গায়ে চাপাতেন না। কিন্তু ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক সিরিজে ১০ নম্বর জার্সি তুলে নিয়েছিলেন শার্দূল ঠাকুর। কিংবদন্তীর জার্সি পরায় সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রোল হয়েছিলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। তারপরই জার্সির নম্বর পরিবর্তন করেন শার্দূল। শচীনের ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেই ভারতীয় ক্রিকেট বোর্ড।
মহেন্দ্র সিং ধোনি ২০২০ সালে চিরতরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তাঁর অবসরের পর ৭ নম্বর জার্সি কোনও ক্রিকেটার এতদিন পর্যন্ত বেছে নেননি। শচীনের মতো ধোনিকেও সম্মান জানাতে তাঁর ৭ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের এক শীর্ষকর্তা বলেছেন, ‘বর্তমান ভারতীয় দলের ক্রিকেটার ও তরুণ ক্রিকেটারদের বোর্ডের পক্ষ থেকে ৭ নম্বর জার্সি ব্যববার করতে নিষেধ করা হয়েছে। ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য বোর্ড ধোনির জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোনও ক্রিকেটারই ৭ ও ১০ নম্বর নিতে পারবে না।’‌
দেশকে দু’‌দুটি বিশ্বকাপ এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে তাঁর নেতৃত্বেই টি২০ বিশ্বকাপে ও ২০১১ সালে একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিও এনে দিয়েছিলেন। তিন সংস্করণ মিলিয়ে দেশের হয়ে ৫৩৮টি ম্যাচ খেলেছেন ধোনি। নিজেকে কিংবদন্তীর জায়গায় তুলে নিয়ে গিয়েছিলেন। তাঁর যে এই সম্মান প্রাপ্য, সেকথা বলার অপেক্ষা রাখে না।
আইসিসি–র নিয়ম অনুযায়ী যে কোনও ক্রিকেটার ১ থেকে ১০০–এর মধ্যে নম্বর জার্সিতে ব্যবহার করতে পারবেন। ভারতায় দলে এই মুহূর্তে ৬০টির বেশি নম্বর ব্যবহৃত হচ্ছে। কোনও ক্রিকেটার বছরখানেক জাতীয় দলের বাইরে থাকলেও সেই ক্রিকেটারের নম্বর অন্য কোনও ক্রিকেটারকে দেয় না ভারতীয় ক্রিকেট বোর্ড। জাতীয় দলে ডাক পাওয়ার পর যশস্বী জয়সওয়াল ১৯ নম্বর জার্সি নিতে চেয়েছিলেন। দীনেশ কার্তিক সেই জার্সি ব্যবহার করায় অনুমতি দেয়নি বোর্ড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!