Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৮, ২০২৩

ছাত্রকে থাপ্পড়ের ঘটনায় কর্তৃপক্ষের জবাবদিহির ফরমান। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মুজাফফরনগরের স্কুল বন্ধের নির্দেশ যোগী প্রশাসনের

আরম্ভ ওয়েব ডেস্ক
ছাত্রকে থাপ্পড়ের ঘটনায় কর্তৃপক্ষের জবাবদিহির ফরমান। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মুজাফফরনগরের স্কুল বন্ধের নির্দেশ যোগী প্রশাসনের

উত্তরপ্রদেশের মুজাফফরনগরের নেহা পাবলিক স্কুলটি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই স্কুলেই একজন মুসলিম ছাত্রকে শুক্রবার তার সহপাঠীদের দ্বারা একজন শিক্ষিকার নির্দেশে চড় মারার ঘটনা ঘটেছিল, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই স্কুলটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা বিভাগ স্কুলের প্রশাসনকে এই মর্মে একটি নোটিশও দিয়ে বলেছে যে এই স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের আপাতত কাছাকাছি স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে। প্রাথমিক শিক্ষা দফতরের আধিকারিক শুভম শুক্লার মতে, এই স্কুলে যে ঘটনা ঘটেছে তার সাপেক্ষে মামলা হয়েছে এবং তদন্ত চলছে স্কুলের স্বীকৃতি প্রত্যাহার করা হবে।

শনিবার পুলিশ স্কুলের শিক্ষক তৃপ্তা ত্যাগীকে সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত করেছে। ছাত্রদের বাড়ির কাজ না করার জন্য একজন মুসলিম সহপাঠীকে চড় মারার নির্দেশ দিয়েছে ওই শিক্ষিকা, এমনটাই অভিযোগ। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে, তার পরেই সমস্ত মহল থেকে এই ঘটনার প্রতিবাদে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই স্কুলটি উত্তরপ্রদেশ সরকারের মৌলিক শিক্ষা বিভাগের সাথে অধিভুক্ত। বর্তমানে বিদ্যালয়ে ৫০ জন শিক্ষার্থী পড়ত। এদিকে, গত রাতে  ঘুমাতে না পারার অভিযোগ করার পরে মুসলিম ছাত্রটিকে মেডিকেল চেকআপের জন্য রবিবার মিরাটে নিয়ে যাওয়া হয়েছিল। ছেলেটির বাবা-মা জানিয়েছেন, তাঁদের ছেলে বাড়ি ফিরেছে, স্বাভাবিক আছে।

“গত রাতে মন খারাপ থাকা এবং ঘুমাতে না পারার অভিযোগের পরে, ছেলেটিকে চেকআপের জন্য মিরাটে আনা হয়েছিল। ডাক্তার বলেছিলেন যে ছেলেটি স্বাভাবিকই  ছিল। সাংবাদিক সহ বেশ কয়েকজন তাকে নেহা পাবলিক স্কুল  সম্পর্কে জিজ্ঞাসা করার কারণে তিনি বিরক্ত হয়েছিলেন। ওই ছাত্রের নাম “ইরশাদ, সে  ক্লাস ২-এ পড়ে। ছাত্রের বাবা সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়েছে। তৃপ্তা ত্যাগীর সঙ্গে সমঝোতার বিষয়ে জানতে চাইলে ছেলেটির বাবা বলেন, “তাঁর সঙ্গে কোনো আপস হবে না।”

এদিকে শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ছেলেটিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হবে যদি তার পরিবার তাতে রাজি হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!