Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৮, ২০২৪

জমি দুর্নীতি ‘ব্লক’ করবে ‘ব্লক চেন’, দুর্নীতি রুখতে নয়া প্রযুক্তি আনছে নবান্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
জমি দুর্নীতি ‘ব্লক’ করবে ‘ব্লক চেন’, দুর্নীতি রুখতে নয়া প্রযুক্তি আনছে নবান্ন

জমি দুর্নীতি বন্ধ করতে তৎপর পশ্চিমবঙ্গ সরকার। ডিজিটাল তথ্য ভান্ডারে কারচুপি বন্ধ করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে তারা। ওই প্রযুক্তির নাম হল ‘ব্লক চেন।’ রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর সুত্রে জানা গেছে , এর ফলে জমি সংক্রান্ত যেকোনো দুর্নীতি খুব সহজে রুখে দেওয়া যাবে।

গত বছর অগাস্ট মাসে উত্তরবঙ্গে জমি সংক্রান্ত দুর্নীতিতে ভূমি ও ভূমি সংস্কার দফতরের ৩৫ জন আধিকারিকের নাম জড়ায়। তারপর অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় রাজ্যের অধিকাংশ জেলাতে এই দুর্নীতি রমরমিয়ে চলছে। দফতর সুত্রে জানা গেছে, জমির চরিত্র বদলের ক্ষেত্রে কোনও অসদুপায় অবলম্বন করলে এ কাজে যুক্ত কর্মী ও আধিকারিকদের ব্লক চেনের মাধ্যমে অনায়াসে চিহ্নিত করা যাবে। এছাড়া, খাজনা জমা দেওয়া, মিউটেশনের আবেদন , জমির চরিত্র বদলের আবেদনসহ একাধিক পরিষেবা খুব সহজেই ব্লক চেন পদ্ধতির মাধ্যমে মিলবে। এক্ষেত্রে কোনোরকম অবৈধ কার্যকলাপ ধরা পড়লে ব্লক চেন নিজেই সে আবেদন বাতিল করে দেবে।

এ কাজের জন্য মাইক্রো সার্ভিস আর্কিটেকচার ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা হয়েছে। প্রযুক্তিটি উপলব্ধ হলে জমি সংক্রান্ত অনলাইন পরিষেবার গতি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

গত নির্বাচনে বসিরহাটের একটি প্রচার সভায় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, কোনও ভেড়ির মালিক তাঁর ভেড়ি লিজে দিতে চাইলে সে ব্যাপারে আইন প্রণয়নের জন্য তৎপর হবে তাঁর সরকার। লোকসভা ভোট মিটতে বেশ কিছু জনকল্যাণমুখী কাজে তৎপর হয়েছে নবান্ন। অচিরে হয়ত সে সংক্রান্ত আইনের ব্যাপারে পদক্ষেপ করবেন তাঁরা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!