Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ৯, ২০২২

মাদ্রাসা মানেই কি জঙ্গি তৈরির কারখানা? মুখ্যসচিবদের এনসিপির নির্দেশ, নথিহীন মাদ্রাসার তালিকা তৈরি করতে হবে

আরম্ভ ওয়েব ডেস্ক
মাদ্রাসা মানেই কি জঙ্গি তৈরির কারখানা? মুখ্যসচিবদের এনসিপির নির্দেশ, নথিহীন মাদ্রাসার তালিকা তৈরি করতে হবে

মাদ্রাসা নিয়ে প্রায়ই নানা রকম অভিযোগ ওঠে। বহুদিন থেকে।তা কেবল ভারতে নয়, অন্যান্য দেশেও। বিশ্বজুড়ে সন্ত্রাস বাড়ার পর প্রশ্নের সম্মুখীন হতে খাকেন মাদ্রাসার শিক্ষক, ছাত্র আর ছাত্রদের অভিভাবকেরা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশগুলিতে মাদ্রাসার সংখ্যা আর অবস্থান নখিবদ্ধ করার চেষ্টা করা হয়। যা সফল হয়নি।

জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ দিয়েছে, সরকার স্বীকৃত যেসব মাদ্রাসায় অমুসলিম ছাত্ররা পড়াশুনো করে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠক্রম ও অন্যান্য বিষয় বিশদ ভাবে সংশ্লিষ্ট দফতরকে জানাতে হবে। এনসিপি আর সি বলেছে, মাদ্রাসায় অমুসলিম ছাত্রদের ভর্তি নিয়ে আপত্তি নেই, কিন্তু ফর্মাল স্কুলে যেসব বিষয় পাড়ানো হয়, সেসব বিষয়ের পঠন পাঠন তদন্ত করে দেখতে হবে। দ্বিতীয়ত, নথিভুক্তিহীন মাদ্রাসার তালিকা চিত্র তৈরি করা জরুরি। ভারতে মাদ্রাসা তিন ধরনের। সরকারের স্বীকৃত মাদ্রাসা, স্বীকৃতহীন মাদ্রাসা এবং নথিভুক্তি বহির্ভূত মাদ্রাসা।

কমিশন তার চিঠিতে বলেছে, সরকারের সাহায্যপুষ্ট অথবা স্বীকৃত মাদ্রাসায় ধর্মীয় এবং ফর্মাল পাঠক্রম চালু রয়েছে। কিন্তু কোনও রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ছাত্রদের স্কলারশিপ দেওয়ার খবর জানা গেছে?দ্বিতীয়ত, ধর্মীয় শিক্ষা ছাত্রদের জন্য বাধ্যতামূলক নয়? ভারতীয় সংবিধানে বলা হয়েছে, বৈষম্যহীন আর বেতনহীন শিক্ষা ব্যবস্থা প্রতিটি স্কুলে চালু করতে হবে।

মাদ্রাসা নিয়ে রাষ্ট্রীয় নীতি স্পষ্ট নয়। কখনও হাজার হাজার মা্দ্রাসা গজিয়ে ওঠা রুখতে নির্দিষ্ট বিধি তৈরি হয়নি। খারিজি মাদ্রাসার সমাধানে সরকার নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলেনি।ধর্মীয় ভাবাবেগের বশবর্তী হয়ে কােমি স্বার্থ সেখানে সেখানে মাদ্রাসা দাঁড় করিয়ে দিয়েছে। এি সুযোগে বিদ্বেশের রাজনীতি অপপ্রচার চাঙ্গা করার পরিসর খুঁজে পেয়েছে। কারও কারও ধারণা, মাদ্রাসা মানেই জঙ্গি তৈরির কারখানা! অশুভ লক্ষণ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!