Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৩০, ২০২৩

মুম্বইয়ে “ইন্ডিয়া” জোটের বৈঠকের দিনই ওই রাজ্যে এনডিএ জোটের বৈঠক, আজ দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক

আরম্ভ ওয়েব ডেস্ক
মুম্বইয়ে “ইন্ডিয়া” জোটের বৈঠকের দিনই ওই রাজ্যে এনডিএ জোটের বৈঠক, আজ দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক

মুম্বইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অচিশেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার  দুপুরে দমদম বিমানবন্দর থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মুম্বই রওনা হবেন তৃণমূলনেত্রী। মুম্বই পৌঁছে তাঁর গন্তব্য হবে অমিতাভ বচ্চনের বাসভবন ‘প্রতীক্ষা’। সেখানে তিনি একটি চা-চক্রে অংশ নেবেন বচ্চন পরিবারের সঙ্গে, এমনটাই জানা যাচ্ছে।

আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর মমতা যোগ দেবেন বিরোধী জোটের বৈঠকে।  আগামী ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক। এই বৈঠকে ইন্ডিয়া জোটের “লোগো” বা প্রতীক চিহ্ন প্রকাশ হবে, এছাড়াও জোটের কর্মসূচি ও পরিচালন কমিটি গঠন করা হবে বলে জানা যাচ্ছে।

তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এর আগে ১৮ জুলাই বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের বৈঠকের দিন এনডিএ জোটের বৈঠক দিল্লিতে ডেকেছিল বিজেপি। আবারও শুক্রবার যখন মুম্বইতে ইন্ডিয়া জোটের বৈঠক হতে যাচ্ছে সেই দিনই মহারাষ্ট্রের এনডিএ জোটের বৈঠক ডাকা হয়েছে বিজেপির তরফে। তবে এবার আর ৩৮ দলের এনডিএ বৈঠক নয়, মহারাষ্ট্রে যে এনডিএ শরিক রয়েছে, যারা বিক্ষুব্ধ শিবসেনা-এনসিপি নেতাদের নিয়ে গঠিত নতুন এনডিএ শরিক, তাদের নিয়ে এই বৈঠক হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কেন্দ্র কমানোয় সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ইন্ডিয়ার দুটো মিটিংয়েই এই অবস্থা। তৃতীয় মিটিঙে আর কি হয় দেখার আছে। তাহলে কি সত্যি ইন্ডিয়া জোটকে এনডিএ ভয় পেয়েছে?

রাজনৈতিক মহলের বক্তব্য, বিজেপি ইন্ডিয়া জোটের ঝাঁজ দেখে এনডিএ জোটকে প্রাসঙ্গিক রাখার জন্য ইন্ডিয়া-র বৈঠকের দিন এনডিএ-র বৈঠক ডাকছে। আসলে গত ৯ বছর নরেন্দ্র মোদি নিজের মতো করে সরকার চালিয়ে, এনডিএ জোট শরিকদের গুরুত্ব না দিয়ে হয়তো বুঝেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের বৈতরনী পার হতে গেলে সেই এনডিএ জোট সঙ্গীদের ওপর ভরসা করতেই হবে। তাই এখন তিনি নতুন কৌশল নিয়ে এনডিএ শরিকদের আহ্বান জানাচ্ছেন, অথচ তিনিই আগে এনডিএ জোট শরিকদের অবজ্ঞা করতেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!