- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৬, ২০২৪
৮৬ জনকে শোকজের প্রতিবাদে অধ্যাপকদের বিক্ষোভ, অচলাবস্থা আইআইটি খড়্গপুরে

৮৬ জন অধ্যাপককে শোকজ করায় অচলাবস্থা তৈর হয়েছে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে। স্বজনপোষণ, অনিয়ম, শিক্ষক নির্বাচনে পক্ষপাতিত্ব, প্রতিহিংসামূলক আচরণ, প্রভাব বিস্তার করাসহ একগুচ্ছ অভিযোগ জানিয়ে ডিরেক্টর বীরেন্দ্র কুমার তেওয়ারির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছিল আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন। এই ঘটনায় সম্পাদকসহ ৫ জন অধ্যাপককে শোকজ করেন ডিরেক্টর বীরেন্দ্র কুমার তেওয়ারি। ঘটনার প্রতিবাদ জানিয়ে ডিরেক্টরের কাছে প্রতিবাদ জানিয়ে চিঠি দেন ৮৬ জন অধ্যাপক। তারপর এই ৮৬ জন অধ্যাপককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এই নিয়ে জটিলতা আরও তীব্র আকার ধারণ করেছে।
৮৬ জনকে শোকজ করায় ১০০–রও বেশি অধ্যাপক প্রতিবাদ জানিয়ে বুধবার ও বৃহস্পতিবার আইআইটি খড়্গপুর ক্যাম্পাস চত্বরে মৌন মিছিল বার করেন। অধ্যাপকদের দাবি ছিল, অবিলম্বে ওই শোকজ নোটিশ প্রত্যাহার করতে হবে ও শিক্ষা প্রতিষ্ঠানে পঠনপাঠনের সুপরিবেশ তৈরি করতে হবে। সোমবারের মধ্যে শোকজ নোটিশ প্রত্যাহার না করা হলে আমরণ অনশনের হুমকি দিয়েছে আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন। বিশ্বের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানের এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গেছে।
তিন বিভাগীয় প্রধানকেও বদলির নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ। প্রশাসন অঙ্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জৈববিজ্ঞান ও জৈব প্রযুক্তি বিভাগের প্রধানদের বুধবার সরিয়ে দেওয়া হয়। কিন্তু কোনও যুক্তি দেখানো হয়নি। এই নিয়েও অধ্যাপকদের মধ্যে তুমুল ক্ষোভ রয়েছে। প্রতিবাদী অধ্যাপকরা জানিয়েছেন, শাস্তিমূলক ও প্রতিহিংসামূলক নির্দেশগুলি প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা প্রতীকী কালো ব্যাজ পরে কাজ করে যাবেন। প্রতিষ্ঠানের প্রশাসনিক আধিকারিকদের এই নির্দেশ প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অধ্যাপকরা। সূত্র মারফত জানা গিয়েছে, প্রশাসনিক এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হতে পারেন।
❤ Support Us