Advertisement
  • দে । শ
  • মে ২৩, ২০২৩

জন্ম, মৃত্যু নথিভুক্ত করতে নতুন বিল আনছে কেন্দ্র, জানালেন অমিত শাহ

আরম্ভ ওয়েব ডেস্ক
জন্ম, মৃত্যু নথিভুক্ত করতে নতুন বিল আনছে কেন্দ্র, জানালেন অমিত শাহ

কেন্দ্রীয় সরকার জন্ম ও মৃত্যুর তথ্য নথিভুক্ত করার জন্য ১৯৬৯ সালের জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণ আইনকে কিছুটা সংশোধন করে নতুন একটি বিল আনছে। এই বিলটি  সংসদের আগামী অধিবেশনেই আনা হবে বলে  সোমবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল আইনে পরিণত হলে আর মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্ম এবং মৃত্যুর পরিসংখ্যান জাতীয় তালিকায় নথিভুক্ত করা হবে। পরবর্তী কালে ভোটার তালিকা-সহ বিভিন্ন ক্ষেত্রে এই নথি করা হবে। এক কথায় আর মাধ্যমে ভারতীয় নাগরিকদের সম্পর্কে তথ্য যাচাই করার কাজটি সম্পন্ন হবে।

১৯৬৯ সালের জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণ আইনকে কিছুটা সংশোধন করে নতুন এই বিলটি তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে জন্ম ও মৃত্যুর যে পরিসংখ্যান জাতীয় তালিকায় নথিভুক্ত করা হবে, তা ব্যবহার করা হবে ভোটার তালিকা তৈরির কাজে। এ ছাড়াও, কেন্দ্রীয় জনসংখ্যার তালিকা এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগী নাগরিকদের তালিকা প্রস্তুত করতেও কাজে লাগবে এই নথি।

এই বিল আইনে পরিণত হওয়ার পর এই আইনের মাধ্যমে কোনও নাগরিকের ১৮ বছর বয়েস হলে নির্বাচন কমিশন নিজের থেকেই তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। কেউ মারা গেলে নিজে থেকেই তাঁর নাম এই তালিকা থেকে বাদ চলে যাবে। এতে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা যেমন আসবে তেমন ভোটার তালিকা তৈরিতেও সময় কম লাগবে বলে মনে করা হচ্ছে।

রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এবং সেনসাস কমিশনারের নতুন সদর দফতর জনগণ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সোমবার এই  বিলটি আনার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত এই বিলটি পাশ হলে তা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া-র কাজের ক্ষেত্রে সহায়ক হবে। কেন্দ্রের তরফে বিলের খসড়া রাজ্যগুলিতে পাঠানো হয়েছে। অমিত শাহ জানিয়েছেন, এর মাধ্যমে জাতীয় তালিকায় জন্ম ও মৃত্যুর পরিসংখ্যান অনবরত নিজে থেকেই নথিভুক্ত এবং আপডেট হতে থাকবে। সরকারি কর্মীদের কাজও এতে আগের চেয়ে সহজ হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!