Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৭, ২০২৩

ছত্তিশগড়ে নব্বইয়ে বাহাত্তর ।কোটিপতি বিধায়ক তালিকায় শীর্ষে বিজেপি

আরম্ভ ওয়েব ডেস্ক
ছত্তিশগড়ে নব্বইয়ে বাহাত্তর ।কোটিপতি বিধায়ক তালিকায় শীর্ষে বিজেপি

নবনির্বাচিত ছত্তিশগড় বিধানসভার ৯০ জন বিধায়কের মধ্যে ৭২ জন কোটিপতি। এই রাজ্যে ৫৪ জন জয়ী বিজেপি বিধায়কের মধ্যে ৪৩ জন কোটিপতি। প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দেওয়ার সময় সম্পদ ঘোষণার হলফনামাতে এই তথ্য প্রকাশ্যে এসছে। দেখা যাচ্ছে কোটিপতি বিধায়কের তালিকায় বিজেপির শীর্ষে। এই রাজ্যের ৯০ জন বিধায়কের মধ্যে ৭২ জনই কোটিপতি। শতাংশের হিসেবে এই সংখ্যাটা ৮০ শতাংশ।

এডিআর -এর তথ্য থেকে আরও জানা গেছে কংগ্রেসের ৩৫ জন বিধায়কের মধ্যে ২৯ জন কোটিপতি, অংকের হিসেবে যা ৮৩ শতাংশ।

২০১৮ সালে যে বিধায়কদের সম্পত্তির পরিমাণ ছিল ৫,২৫ কোটি  তাঁদের সম্পত্তির পরিমাণ এখন দাঁড়িয়েছে ১১.৬৩ কোটিতে। বিজেপির প্রথম বারের বিধায়ক ভবন বোহরার সম্পত্তির পরিমাণ ৩৩.৮৬ কোটি, তিনিই কোটিপতি বিধায়কদের তালিকায় শীর্ষে। দ্বিতীয় কোটিপতি হলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল, তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩.৩৮ কোটি, তৃতীয় কোটিপতি বিধায়কের জায়গায় নাম রয়েছে বিজেপি বিধায়ক অমর আগরওয়ালের, তাঁর সম্পত্তির পরিমাণ ২৭ কোটি টাকা।

চন্দ্রপুরের কংগ্রেস বিধায়ক রামকুমার যাদব  এবং তাঁর প্রতিদ্বন্দ্বী রামকুমার টোপ্পো এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ গোমতি সাই সর্বনিম্ন সম্পদের অধিকারী বিধায়কের তালিকায় রয়েছেন। তথ্য বিশ্লেষণ করে জানা যাচ্ছে রামকুমার যাদব ১০ লক্ষ টাকা সম্পত্তির মালিক বলে হলফনামায় জানিয়েছেন, যা সমস্ত বিধায়কদের সম্পত্তির তুলনায় সবচেয়ে কম।

এডিআর-এর রিপোর্ট বলছে, ৯০ জন বিধায়কের মধ্যে ৩৩ জন,  অর্থাৎ ৩৭% বিধায়কের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পাশ। বিজেপির ৫৪ জন বিধায়কের মধ্যে ৬০% স্নাতক বা উচ্চতর যোগ্যতা রয়েছে। অন্য দু’জন ডিপ্লোমাধারী, একজন বিধায়ক নিজেকে শুধুমাত্র স্বাক্ষর বলে জানিয়েছেন।

মোট ৪৪ জন বিজয়ী প্রার্থীর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে, শতাংশের হারে তা ৪৯%। পাশাপাশি ৫১ থেকে ৮০ বছর বয়স্ক বিধায়কের শতকরা হার ৫১%।

আহিওয়ারা (এসসি) আসন থেকে জয়ী বিজেপি বিধায়ক ডোমনলাল করসেওয়াদা, তিনি নবনির্বাচিত সবচেয়ে প্রবীণ বিধায়ক, তাঁর বয়স ৭৫ বছর। এদিকে সবচেয়ে কম বয়সী বিধায়ক হলেন কংগ্রেসের বিলাইগড় (এসসি) কেন্দ্রের জয়ী কবিতা প্রাণ লাহরে, তাঁর বয়স ৩০ বছর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!