Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৯, ২০২৩

জি ২০-র জেরে শুনশান নয়া দিল্লি, ঠিক যেন কোভিড লকডাউন-এর স্মৃতি ফিরিয়ে আনছে !

আরম্ভ ওয়েব ডেস্ক
জি ২০-র জেরে শুনশান নয়া দিল্লি, ঠিক যেন কোভিড লকডাউন-এর স্মৃতি ফিরিয়ে আনছে !

আজ শনিবার থেকে ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হল জি২০ শীর্ষ সম্মেলন। এর জেরে গতকাল থেকেই দিল্লির বহু জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু করা হয়েছে। এর জেরে দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেস পুরো জনমানবহীন হয়ে পড়েছে। কঠোর নিরাপত্তার জেরে দিল্লিতে আবার ফিরে আসছে সেই ভয়াবহ কোভিড মহামারির সময়কার লকডাউনের স্মৃতি।

রাজধানী নয়া দিল্লিতে আজ থেকে শুরু হয়ে গেল জি২০ শীর্ষ সম্মেলন, তবে এই শীর্ষ  সম্মেলন শুরুর আগেই থেকেই রাজধানীর নিরাপত্তা নিয়ে  প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিল পুলিশ ও প্রশাসন। শুক্রবার থেকেই রাজধানীর একের পর এক বিদেশি অতিথি ভারতে আসতে শুরু করেন। এই কারণে দিল্লিকে নিরাপত্তার পুরু চাদরে মুড়ে ফেলা হয়েছে। বহু এলাকায় সাধারণ মানুষের গতিবিধির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লিতে তিন দিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসও জনমানবহীন হয়ে যায়। করোনা মহামারির লকডাউনের পরে প্রথমবারের মতো, কনট প্লেসের রাস্তাগুলি এতটা ফাঁকা রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Ashneer Grover (@ashneer.grover)

শীর্ষ সম্মেলন চলা পর্যন্ত নয়া দিল্লি অঞ্চলের অনেক এলাকাতেই গাড়ি চলাচল কমিয়ে দেওয়া হয়েছে। কনট প্লেসে আগামী দু’দিন ভিআইপিদের গাড়ি চলাচলের অনুমতি থাকবে। এই পুরো এলাকাটিকে “নিয়ন্ত্রিত এলাকা” বলে ঘোষণা করা হয়েছে। এই এলাকায় যাদের বাড়ি আছে শুধুমাত্র তাদেরই এখানে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কনট প্লেসে আসতে পারবেন। এই এলাকায় অবস্থিত হাসপাতালগুলিও খোলা আছে।

এদিকে নয়াদিল্লি মিউনিসিপাল এলাকায় অবস্থিত বেসরকারি ও সরকারি অফিসগুলিও জি ২০ শীর্ষ সম্মেলনের জন্য বন্ধ রাখা হয়েছে। প্রগতি ময়দান ও তার সংলগ্ন জায়গা ছাড়া পুরো দিল্লি খোলা।  উত্তরপ্রদেশ এবং হরিয়ানার যেসব শহর জাতীয় রাজধানী এলাকা বা এনসিআর-এ অন্তর্ভুক্ত, সেখান থেকে দিল্লি আসার ওপর কোনও বিধিনিষেধ নেই। কেবলমাত্র আপনি রিং রোড দিয়ে কেউ যেতে পারবেন না।

এদিকে প্রগতি ময়দান এলাকা ছাড়া গোটা দিল্লিতে মেট্রো, বাস, ক্যাব সব চলবে। কিছু জায়গায় বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কেবলমাত্র সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন বন্ধ থাকবে। তাছাড়া ১০ সেপ্টেম্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। ভোর চারটে থেকে মেট্রো চলবে। তবে ভিভিআইপিদের যাতায়তের জন্য কোথাও কোথাও ৫-১০ মিনিট মেট্রোর গেট বন্ধ থাকতে পারে।

আজ সকাল সাড়ে নটা থেকে ভারত মণ্ডপমে বিদেশি রাষ্ট্রনেতারা আসতে শুরু করেন। সকাল সাড় ৯টা থেকে সাড়ে ১০টায় ভারত মণ্ডপমে বিভিন্ন দেশের নেতা এবং প্রতিনিধি দলের প্রধানরা এসে পৌঁছে যান। তারপরে ‘ট্রি অফ লাইফ’ ফোয়ারার সামনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি ছবি তোলেন সবাই। এরপর বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানরা ভারত মণ্ডপমের লেভেল ২-এ লিডারস লাউঞ্জে একত্রিত হন। শুরু হয় সম্মেলনের প্রথম দিনের প্রথম সেশন।  দুপুরে দিনের দ্বিতীয় সেশন শুরু হয়েছে, আজকের সেশন শেষে সন্ধ্যায় রাষ্ট্রপতির আমন্ত্রণে  নৈশভোজ রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!