Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১২, ২০২৩

নিউ গাড়িয়া থেকে রুবি, মেট্রো চলবে কি ডিসেম্বরেই !

আরম্ভ ওয়েব ডেস্ক
নিউ গাড়িয়া থেকে রুবি, মেট্রো চলবে কি ডিসেম্বরেই !

আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর থাকার কথা। মেট্রো রেল সূত্রে জানা গেছে, ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে নিউ গাড়িয়া- রুবি মেট্রো পরিষেবা উদ্বোধন করাবার সব তারা সম্পূর্ণ করে রেখেছে। নিউ গড়িয়া থেকে রুবি যেতে খরচ পর্বে ২০ টাকা। ন্যূনতম ভাড়া পড়বে ৫ টাকা।

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত রুটে মোট পাঁচটি স্টেশন রয়েছে। স্টেশনগুলি হচ্ছে কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি। নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে “জংশন” স্টেশন হিসেবে তৈরি করার পাশাপাশি অত্যাধুনিক ভাবে সাজিয়ে তোলা হয়েছে।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এই রুটে নূন্যতম ভাড়ার পরিমাণ হল ৫ টাকা। এদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা। পাশাপাশি, যাত্রীরা রুবি থেকে মেট্রোতে উঠে এক টোকেনেই দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যেতে পারেন। যাত্রী পিছু ভাড়ার লাগবে ৪৫ টাকা। এক্ষেত্রে রুবি থেকে মেট্রোতে চড়ে যাত্রীদের কবি সুভাষ স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোতে উঠতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!