- দে । শ
- মে ১৬, ২০২৩
চলতি মাসের শেষেই রাজধানীতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি মাসের শেষাশেষি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন। নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তা রিডেভপমেন্ট প্রোজেক্টের অন্তর্গত।
চলতি মাসের শেষাশেষি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স কিংবা এনডিএ সরকারের ৯ বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন লোকসভা ভবনের নির্মাণের কাজ পরিদর্শন করেছেন। নির্মাণের কাজের সঙ্গে যুক্ত শ্রমিক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন মোদি।
২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বেশ কয়েক বছর ধরেই নতুন সংসদ ভবন নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। কারণ একুশ শতকের ভারতের প্রয়োজন নতুন একটি সংসদ ভবনের। পুরনো সংসদ ভবন দেশের প্রয়োজন পূরণ করেছে, আর নতুন সংসদ ভবন দেশের আকাঙ্খা পূরণ করবে।
সূত্রের খবর, রাজধানী দিল্লিতে নতুন এই সংসদ ভবনটি নির্মিত হয়েছে ৬৪ হাজার ৫০০ স্কোয়ার মিটার এলাকাজুড়ে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অন্তর্গত এই সংসদ ভবন তৈরি করতে খরচ পড়ছে ৯৭১ কোটি টাকা। নতুন এই সংসদ ভবনে ভূমিকম্প প্রতিরোধক সব ধরনের ব্যবস্থা থাকছে। এছাড়া নতুন সংসদ ভবনের তিনটি প্রবেশপথ থাকছে। এই তিনটি প্রবেশপথের নামকরণ করা হয়েছে জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার।
সূত্রের খবর, আগামী ২৬ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই দিনে মোদি সংসদ ভবনের উদ্বোধন করবেন কিনা সরকারিভাবে সেব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, নতুন সংসদ ভবনে জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সংসদের অধ্যক্ষরা বৈঠকে বসতে পারেন।
❤ Support Us