Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১১, ২০২৪

কোপার জন্য দল ঘোষণা ব্রাজিলের, ২৩ জনে নেই নেইমার, চমক ‘‌বিস্ময় প্রতিভা’‌ এনড্রিক

আরম্ভ ওয়েব ডেস্ক
কোপার জন্য দল ঘোষণা ব্রাজিলের, ২৩ জনে নেই নেইমার, চমক ‘‌বিস্ময় প্রতিভা’‌ এনড্রিক

২০১৯ সালে চোটের জন্য কোপা আমেরিকায় খেলতে পারেননি। সেবছর চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ২০২১ কোপায় ব্রাজিলকে তাদের ঘরের মাঠেই হারিয়ে ট্রফি ছিনিয়ে নিয়েছিল আর্জেন্টিনা। নেইমার জুনিয়রের কোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। এবছরও স্বপ্নপূরণ হবে না। কোপা আমেরিকার জন্য ২৩ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়র। দলে নেই নেইমার। চোটের জন্যই যে তাঁকে দলে রাখা হয়নি, সেকথা বলার অপেক্ষা রাখে না।
৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকা বর্তমানে চোট সমস্যায় ভুগছেন। গোটা মরশুম জুড়েই চোট ভুগিয়েছে নেইমারকে। গত বছর ১৭ অক্টোবর ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে হাঁটুর এসিএল ছিঁড়ে যায় তাঁর। চোট সারাতে অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের পর আর মাঠে ফিরতে পারেননি নেইমার। দেশের হয়ে তো বটেই, আল হিলালের হয়েও খেলতে পারেননি।
কোপা আমেরিকার জন্য যে ২৩ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দোরিভাল, প্রত্যাশিত ভাবেই সেই দলে স্থান হয়নি নেইমারের। তিন যে থাকবেন না, এটা প্রত্যাশিতই ছিল। তবে চমক রয়েছে ব্রাজিল দলে। জায়গা হয়নি মিডফিল্ডার ক্যাসেমিরো এবং রিচার্লিসনের। টটেনহ্যামের হয়ে গোটা মরশুমে ১২ গোল করেছেন রিচার্লিসন। তবুও তাঁর দলে জায়গা হয়নি। ব্রাজিলের ‘‌বিস্ময় প্রতিভা’‌ এনড্রিককে ২৩ জনের দলে নিয়ে চমক দিয়েছেন দোরিভাল। এখনও ১৮ বছর বয়স পূর্ণ হয়নি এই তরুণ প্রতিভার। দলে নতুন মুখ স্ট্রাইকার ইভানিলসন। ২৪ বছর বয়সী এই ফুটবলার খেলেন পোর্তোতে।
ঘোষিত ২৩ জনের দলে জায়গা পেয়েছেন
গোলকিপার:‌ বেন্টো, এডেরসন, অ্যালিসন বেকার
ডিফেন্ডার:‌ দানিলো, ইয়া কুটো, গিলেরমে আরানা, ওয়েন্ডেল, লুকাস বেরাল্ডো, মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনহোস
মিডফিল্ডার:‌ আন্দ্রেয়াস পেরেরা, জোয়াও গোমেস, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইস, লুকাস পাকুয়েতা
স্ট্রাইকার:‌ এনড্রিক, এভানিলসন, রদ্রিগো,গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনহা, স্যাভিনহো, ভিনিসিয়াস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!