Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১৬, ২০২৩

বাড়ছে লোকসভা ভোটের বাজেট, সংসদে জানালেন নির্মলা সীতারমন

আরম্ভ ওয়েব ডেস্ক
বাড়ছে লোকসভা ভোটের বাজেট, সংসদে জানালেন নির্মলা সীতারমন

বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বড় অংকের অর্থ খরচ হয় জাতীয় নির্বাচন কমিশনের।  আসন্ন লোকসভা নির্বাচনের বাজেট আরও বাড়ানো হল এবার। তাহলে, মোট কত টাকা খরচ হবে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে? এই প্রসঙ্গে লোকসভায় সাপ্লিমেন্টারি বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য জাতীয় নির্বাচন কমিশনকে খরচের জন্য মোট ৩,১৪৭ কোটি টাকা বরাদ্দ করা হবে। অর্থাৎ, কমিশনের হাত দিয়েই খরচ হবে এই বিপুল পরিমাণ পরিমাণ অর্থ। কমিশন ছাড়াও কেন্দ্রীয় সরকারের আরও অর্থ খরচ হয় লোকসভা নির্বাচনে। ফলে, মোট বাজেট ভাবা হচ্ছিল, প্রায় ৮ হাজার কোটি টাকা।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ৭৩ কোটি টাকা ব্যয় হবে নতুন ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন কিনতে। এই সব মেশিনগুলি বানানোর জন্য ভারত ইলেকট্রনিক কর্পোরেশনকে দায়িত্ব দিয়েছে কমিশন। ফলে, এখন মোট ৩,২২০ কোটি টাকা কমিশনের হাত দিয়ে খরচ হবে।
লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় কোষাগারের কোটি কোটি টাকা খরচ হয়। এর আগে ২০০৪ সালের লোকসভায় খরচ হয়েছিল ১ হাজার ১৬ কোটি টাকা। ২০০৯ সালে তা বেড়ে হয় ১ হাজার ১১৪ কোটি টাকা। ২০১৪ সালে মোট ব্যয় হয়েছিল ৩ হাজার ৮৭০ কোটি টাকা। ২০১৯ সালে ৫ হাজার কোটি টাকা খরচ হয়েছিল। এবার তার চেয়েও বেশি টাকা খরচ হবে বলেই ধারণা করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!