Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১২, ২০২৩

খাড়্গের ডাকে রাজধানীতে নীতীশ । ২০২৪ এর লক্ষ্যে বিরোধী জোটে বাড়তি গুরুত্ব

আরম্ভ ওয়েব ডেস্ক
খাড়্গের ডাকে রাজধানীতে নীতীশ । ২০২৪ এর লক্ষ্যে বিরোধী জোটে বাড়তি গুরুত্ব

২০২৪ সালে বিরোধী রাজনৈতিক দলগুলির ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) নেতা । মঙ্গলবার তিনদিনের জন্যে দিল্লি সফরে এসেছেন নীতীশ কুমার। সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ডাকেই দিল্লিতে এসেছেন নীতিশ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, কংগ্রেস ও বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে সেতুবন্ধনের উদ্দেশ্যেই দিল্লিতে এসেছেন তিনি। এখন দেখার এই উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হয়।

সূত্রের খবর, জেডি (ইউ) নেতা নীতীশ কুমার দেখা করেছেন আরজেডি প্রেসিডেন্ট তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের সঙ্গে। প্রসঙ্গত, লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদব ইডির তলবে এখন দিল্লিতে রয়েছেন। জমির বিনিময়ে চাকরি দুর্নীতিতে ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতেই তেজস্বী এখন দিল্লিতে। প্রসঙ্গত, গতকাল ইডি তেজস্বীকে টানা ৯ ঘণ্টার বেশি সময় ধরে জেরা করেছে।

আরজেডি-র তরফে বলা হয়েছে, লালু এবং নীতীশের মোলাকাত নিছক সৌজন্যমূলকই নয়। লালুপ্রসাদের পরিবারের সদস্যকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিজেপি ইডি, সিবিআইকে কাজে লাগিয়েছে। এই পরিস্থিতিতে নীতীশ লালুপ্রসাদের পাশে দাঁড়াচ্ছেন।

সূত্রের খবর, এবারের দিল্লি সফরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে বৈঠকের পাশাপাশি নীতীশ কুমার দেখা করতে পারেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গেও।গত সপ্তাহে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, ২০২৪ সালে নির্বাচনের আগে বিজেপি বিরোধী সর্বভারতীয় জোট গড়ে তুলতে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন, শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরের সঙ্গেও যোগাযোগ করেছেন। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে আঞ্চলিক দলগুলিকে কাছে টানতে নীতীশ কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আর কংগ্রেস মনে করছে, কংগ্রেসের নেতৃত্বে আঞ্চলিক দলগুলিতে নিয়ে বিজেপিবিরোধী জোট তৈরি করতে নীতীশ কার্যকরী ভূমিকা নেবেন। এই আঞ্চলিক দলগুলির মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস ও টিডিপি।

সূত্রের খবর নীতীশ কুমারের দেখা করার কথা রয়েছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে।

তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রিত্ব পদপ্রার্থীর দৌড়ে নীতীশ এপর্যন্ত নিজের নাম লেখাননি। তবে কংগ্রেসের নেতৃত্বে বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে নীতিশ কুমার কতটা সফল হবেন, তা এখন সময়ের অপেক্ষা। কারণ কংগ্রেসকে বাদ গিয়ে একটি অকংগ্রেসি বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে সরব একাধিক বিরোধী রাজনৈতিক দল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!