- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২৮, ২০২৪
ইস্তফা নীতীশের। মুখে নতুন জোটের বার্তা
প্রত্যাশা মতো বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার “মহাগঠবন্ধন” ছেড়ে, “ইন্ডিয়া” জোটকে দুমড়ে দিয়ে “এনডিএ”-র হাত ধরলেন। ইস্তফা দিলেন বিহারের মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রী পদে। এই নিয়ে ১০ বছরে ৫ বার পথ বদল করলেন নীতীশ কুমার। ভারতীয় রাজনীতিতে তিনি কতটা গ্রহণযোগ্য নিজেকে এর ফলে করে তুলতে পারলেন সেটা যেমন একটা বড় প্রশ্ন তেমনই অন্য একটি বিষয় হচ্ছে নীতীশ নিজেকে এখনও রাজনৈতিক বেচাকেনার বাজারে ভালো পণ্য করে তুলতে পেরেছেন। এই নিয়ে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন নীতীশ কুমার।
রবিবার সকালে জেডিইউ বিধায়কদের নিয়ে বৈঠক সেরে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন নীতীশ। আজই তাঁর বিহারের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কথা।
রাজভবন থেকে বেরিয়ে নীতীশ কুমার বলেন, “আপনাদের সবাইকে জানাচ্ছি, আমি আজ ইস্তফা দিলাম। রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছি। এটা আমার দলের নেতৃত্বের সিদ্ধান্তে হল। আমি পুরনো গঠবন্ধন ছেড়ে নতুন গঠবন্ধন তৈরি করব। দেড় বছর আগে যে মহাগঠবন্ধন হয় তার সব কিছু ঠিক ছিল না।”
তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ স্পষ্ট করে বলেননি তিনি এনডিএতে যাচ্ছেন। তবে তিনি ইঙ্গিতে যা বলেছেন তাতে স্পষ্ট তিনি লালু প্রসাদ যাদব, কংগ্রেসের হাত ছেড়ে নরেন্দ্র মোদির কাছে আত্মসমর্পণ করলেন। এখন কি এনডিএ জোটে যাবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে নীতীশ বললেন, “দেখুন কি হয়, সময় দিন, দেখুন,সারাদিন আছে, বাকিরা এসে যাবেন।”
তবে ইন্ডিয়া জোট সম্পর্কে নীতীশ বলেন, “আমি চেষ্টা করেছিলাম দৃঢ়ভাবে ইন্ডিয়া জোটকে গড়ে তুলতে। তবে ইন্ডিয়া জোটে কারও সঙ্গে কারও বনিবনাই হচ্ছে না। আমি সব পর্যবেক্ষণ করছিলাম।”
প্রসঙ্গত ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক নীতীশ কুমারের উদ্যোগে বিহারেই হয়েছিল। আবার ইন্ডিয়া জোটের ভাঙনের শুরুও হল সেই বিহার থেকে।
❤ Support Us