- দে । শ
- জানুয়ারি ২৯, ২০২২
বিশ্বের সরকারগুলোকে স্কুল খোলার আর্জি জানিয়েছে ইউনিসেফ ।
অতিমারির মধ্যেও শিশুদের পড়াশোনা যাতে বন্ধ না হয় সেজন্য কোনো অজুহাত না দিয়ে স্কুলগুলো খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ। শুক্রবার ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, কোভিডআবহে শিশুরা যাতে পড়াশোনা চালিতে যেতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিতে আমরা সমস্ত দেশের সরকারদের আহ্বান জানাচ্ছি।’
অতিমারিতে স্কুলগুলো পুরোপুরি বা আংশিক বন্ধ থাকার কারণে বর্তমানে প্রায় ৬১ কোটি ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত। ‘সংকটময় পরিস্থিতিতে সবসময় কঠিন সিদ্ধান্ত নিতে হয় । শিশুদের স্কুলে রাখার জন্য সম্মিলিতভাবে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে —আমরা জানি যে, ডিজিটাল মাধ্যমে বিনিয়োগ নিশ্চিত করতে পারলেই কোনো শিশু পিছিয়ে থাকবে না । বিশেষ করে প্রান্তিক শিশুদের শ্রেণিকক্ষে পাঠদানের ঘাটতি পূরণে অতিরিক্ত ক্লাস নেওয়া, মানসিক স্বাস্থ্য ও পুষ্টিকর খাবারের যোগান দিয়ে এদের আবার স্কুলমুখে ফেরাতে হবে। ।
শিক্ষক এবং স্কুল কর্মীদের অবিলম্বে টিকা নেওয়ার বব্যস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তবে যতদিন টিকাকরণ সম্পূর্ণ না হচ্ছে ততদিন সশরীরে স্কুলে উপস্থিত থেকে শিক্ষাগ্রহণের সুযোগ দিতে হবে শিশুদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউনিসেফ শিশু ও কিশোর-কিশোরীদের টিকাদান ছাড়াই স্কুলগুলো খোলা রাখার এবং কোভিড-১৯ নিয়ন্ত্রণ কৌশল যাতে পড়াশোনা ও সামাজিক জীবনের অন্যান্য দিকগুলোতে শিশুদের অংশগ্রহণকে সহজতর করে তা নিশ্চিত করার সুপারিশ করে। ‘
❤ Support Us