- দে । শ
- অক্টোবর ২১, ২০২৪
কাটোয়ায় শিশুকন্যার যৌন হেনস্থা, ধৃত প্রৌঢ়

কাটোয়ার গ্রামে আদিবাসীপাড়ায় তিন বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থা। অভিযুক্ত প্রৌঢ় মহেশ সরেনকে রবিবার গ্রেপ্তার করল পুলিশ। এদিন কাটোয়া মহকুমা আদালতে তাকে পেশ করে পুলিশ। পকসো আদালত ছুটি থাকায় কাটোয়া থানার পুলিশ অভিযুক্তের সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে এসিজেএমের এজলাসে পেশ করে। বিচারক ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশের দাবি, প্রাথমিক জেরায় অভিযুক্ত তার অপকর্মের কথা কবুল করেছে।
এদিকে এদিন দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে কাটোয়ায় এসে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রশ্ন তোলেন, কাটোয়ায় যে ঘটনা ঘটল, রাজ্যজুড়ে এমন ঘটনাতো প্রতিনিয়তই ঘটছে। নির্যাতিতা বিচার পাবে কি করে?একটা তিন বছরের বাচ্ছা তার জানা নেই তার শরীরের সঙ্গে কী করা হচ্ছে? শাস্তি হচ্ছে না বলেই এসব অপরাধ বৃদ্ধি পাচ্ছে। যদি কড়া শাস্তি হত তাহলে যেসব বিকৃতকামী মানুষ আছে তারা এসব করতে সাহস পেত না। কাটোয়ার সাংগঠনিক জেলার কর্মী বৈঠক সেরে লকেট বর্ধমান শহরের উদ্দেশে রওনা দেন।
❤ Support Us