Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৪, ২০২৩

সিল্কিয়া সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছতে আরও ১৫ মিটার বাকি, জানাল এনডিএমএ

আরম্ভ ওয়েব ডেস্ক
সিল্কিয়া সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছতে আরও ১৫ মিটার বাকি, জানাল এনডিএমএ

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা এনডিএমএ শুক্রবার জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত সিল্কিয়ারা সুড়ঙ্গে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে পাইপ প্রবেশ করানোর কাজে নতুন করে কোনও অগ্রগতি হয়নি। এখনো আরো ১৫ মিটার দূরত্ব অতিক্রম করলে তবেই সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকের নাগাল পাওয়া যাবে। শীঘ্রই ড্রিলিং মেশিন দিয়ে ধ্বংসস্তুপের মধ্যে ড্রিল করে পাইপ প্রবেশ করানোর কাজ পুনরায় শুরু হবে। এর আগেই উদ্ধারকাজ দ্রুত শুরু হবে বলে আশা করা হয়েছিল। শুক্রবার সকালে উদ্ধারকারী দলের এক কর্তাব্যক্তি জানান, ড্রিল মেশিনটি যার ওপর স্থাপন করা হয়েছে সেই প্ল্যাটফর্মটির ওজন ২৫ টন, সেই প্ল্যাটফর্মটির স্থিতিস্থাপকতা নষ্ট হয়েই সাময়িক উদ্ধারকাজ বন্ধ হয়ে আছে।

ধ্বংসস্তুপের মধ্যে ছোট ছোট বিন্দুর মধ্যদিয়ে পাইপটি সাধারণ ভাবে অপসারণের পর উদ্ধারকারী কর্মীরা ড্রিলিং মেশিন চালু করে সুড়ঙ্গের ভেতরে যেখানে ৪১ জন শ্রমিক আটকে রয়েছেন সেখানে এগিয়ে যাবে। পরবর্তীকালে জ্যাক ড্রিল ও পুশিং পদ্ধতিতে তিনটি অতিরিক্ত পাইপ ডাইয়ের মাধ্যমে পোক্ত করা হবে। উদ্ধার অভিযানের ইনচার্জ কর্নেল দীপক পাটিল জানিয়েছিলেন, সন্ধ্যার মধ্যে উদ্ধার অভিযান শেষ করা নিশ্চিত করতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগবে। তিনি আরও বলেন, প্রতিটি পাইপ ঢালাই করতে দেড় থেকে দু ঘণ্টা সময় লাগছে। এই উদ্ধারকাজ বাস্তব সময়ে সম্পন্ন করার বিষয়টি দেখার জন্য ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির জন্য একটি অস্থায়ী ক্যাম্প অফিস তৈরি করা হয়েছিল। ১২ নভেম্বর সুড়ঙ্গে ধসের পর সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে বের করে আনার কাজ তিনি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।

এই সুড়ঙ্গে আটকে রয়েছেন ঝাড়খণ্ডের ১৫, উত্তরপ্রদেশের ৮,ওড়িশার ৫,  বিহারের ৫, পশ্চিমবঙ্গের ৩, উত্তরাখণ্ড ও অসমের ২ জন করে এবং হিমাচল প্রদেশের একজন শ্রমিক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!