Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৮, ২০২৩

বিস্ফোরণ কান্ডে বিধান সভায় বিজেপির হল্লা । মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
বিস্ফোরণ কান্ডে বিধান সভায় বিজেপির হল্লা । মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি শুভেন্দুর

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ও ৯ জনের মৃত্যর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূলকে অভিযুক্ত করলেন শুভেন্দু অধিকারী।
বিধানসভায় সোমবার দত্তপুকুর বেআইনি বাজি বিস্ফোরণকাণ্ডে আলোচনার দাবি জানায়, এই আলোচনায় বিধানসভার অধ্যক্ষ সম্মতি না দিলে বিরোধী দলের বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করে। এর পর বিধানসভার প্রেস কর্ণারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে বলেন, মুখ্যমন্ত্রী এর আগে এগরার বেআইনি বোমার কারখানায় বিস্ফোরণের পর ক্ষমা চেয়েছিলেন। তার পরেও পরিস্থিতির যে কোনও উন্নতি হয়নি দত্তপুকুরের বেআইনি বোমার কারখানায় বিস্ফোরণের ঘটনা তার প্রমাণ।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, আমডাঙা থানার পুলিশ দত্তপুকুর বোমার কারখানা থেকে মাসে ৫০ হাজার টাকা করে তোলা নেয়। এই টাকাট একটা অংশ স্থানীয় তৃণমূল বিধায়কের কাছে যায়। যত সন্ত্রাসী, দুস্কৃতী এদের আশ্রয় দেওয়াই মুখ্যমন্ত্রীর কাজ বলে এদিন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যপাল সকালে উঠে মাটিগাড়ায় নাবালিকা যুবতীর বাড়ি যেতে পারেন, আর মুখ্যমন্ত্রী দত্তপুকুর বেআইনি বোমার কারখানায় বিস্ফোরণকাণ্ডে বিধানসভায় এসে দশ মিনিটের বিবৃতি দিতে পারেন না? মুর্শিদাবাদ জেলা থেকে দত্তপুকুরের বোমার কারখানায় শ্রমিক আনা হত। আমরা হাইকোর্টে মামলা করে এইনঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ব্যস্ত আছেন লিপস অ্যান্ড বাউন্ডসকে বাঁচাতে ও ভাইপোকে বাঁচাতে। এই মুখ্যমন্ত্রীর কাছে মানুষের জীবনের দাম নেই, তিনি ব্যস্ত আছপন কবে প্রধানমন্ত্রী হবেন সেই জন্য। শুভেন্দু এদিন অভিযোগ করে বলেন, ডিজি ও পুলিশ কমিশনারকে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ডেকেছিলেন। এটা দত্তপুকুরের বেআইনি বোমার কারখানায় বিস্ফোরণের জন্য নয়, লিপস অ্যান্ড বাউন্ডসকে কী করে বাঁচানো যায় সেই পথ বাতলাতে।
বিধানসভা থেকে এদিন সোজা দত্তপুকুর রওনা হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!