Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ১৩, ২০২৩

ভারতীয় ঐতিহ্যকে মর্যাদা জানিয়ে দুই তনয়ার পুরস্কার গ্রহণ। জয়ের পর মাতৃভুমিকে পুরস্কার উৎসর্গ গুনিতের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতীয় ঐতিহ্যকে মর্যাদা জানিয়ে দুই তনয়ার পুরস্কার গ্রহণ। জয়ের পর মাতৃভুমিকে পুরস্কার উৎসর্গ গুনিতের

অস্কার হোক বা কান–যে কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেতা-অভিনেত্রীদের সাধারণত থ্রি পিস স্যুট বা গাউন পরিধান করাই রীতি। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে শাড়ি পরিধান করে পুরস্কার নিতে এসে দেশজ সংস্কৃতির প্রতি মর্যাদাবোধের পরিচয় দিলেন ‘দ্য এলিফ্যাণ্ট হুইস্পারার্স’ খ্যাত গুনিত মোঙ্গা। তথ্যচিত্রটির প্রযোজক তিনি। সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে তাঁর ছবি।  

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম পুরস্কার পেয়েছে গুনিত মোঙ্গা প্রযোজিত ও কার্তিকি গনসালভেস পরিচালিত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। হস্তীশাবক ও দুই মাহুতের জীবনকে ঘিরে গল্প। অস্কার জয়ের পর পরিচালকের প্রতিক্রিয়া, ‘মাতৃভূমির জন্য এ পুরস্কার।’

সেরা মৌলিক গান বিভাগে পুরস্কৃত হয়েছে আরআরআর ছবির ‘নাটু নাটু’ গানটি। পুরস্কার প্রাপক হিসেবে সুরকার এমএম কিরাবাণী ও গীতিকার চন্দ্র বোসের নাম ঘোষণা  করেন  আর এক ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অস্কারের মঞ্চে পুরস্কার উপস্থাপক হিসেবে এবার তাঁর প্রথম অভিষেক। 

অস্কারের মঞ্চে  ভারতীয় ছবির  জয়জয়কারের খুশি প্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন উভয়  ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীদের। টুইটে তিনি জনিয়েছেন, অসামান্য।  ‘নাটু নাটু’-র  জনপ্রিয়তা বিশ্বজনীন। আগামী অনেক বছর মানুষ এই গান মনে রাখবে। গোটা ভারত আজ গর্বিত।  অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। বিরোধী শিবির থেকে অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়াল। নেটনাগরিকরাও উচ্ছ্বসিত দুই ভারতীয় ছবির আন্তর্জাতিক মঞ্চে  সম্মানিত হওয়ার খবরে। 

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!