Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ডিসেম্বর ৭, ২০২৪

‘‌ব্রেন রট’‌–কে বর্ষসেরা শব্দের স্বীকৃতি দিল অক্সফোর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
‘‌ব্রেন রট’‌–কে বর্ষসেরা শব্দের স্বীকৃতি দিল অক্সফোর্ড

২০২৪ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ‘‌ব্রেন রট’‌–কে বেছে নিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। ৬টি শব্দের সংক্ষিপ্ত তালিকা থেকে এই শব্দটিকে বেছে নিয়েছেন অক্সফোর্ড বিশেষজ্ঞরা। ‘ব্রেন রট’‌ শব্দটি মোট ৩৭০০০ জনের ভোট পেয়েছে। ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই শব্দটির ব্যবহার ২৩০ শতাংশ বেড়েছে।
অক্সফোর্ড বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করেছেন যে ‘ব্রেন রট’‌ শব্দটি এই বছর উল্লেখযোগ্য মনোযোগ অর্জন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নমানের কন্টেন্ট দেখার হার বেড়ে গেলে মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি বোঝাতে এ শব্দ ব্যবহার করা হয়। মনোবিজ্ঞানীরা সোশ্যাল মিডিয়াতে তুচ্ছ বিষয়বস্তুর অত্যধিক ব্যবহারের সাথে যুক্ত আমাদের মানসিক অবক্ষয় সম্পর্কে উদ্বেগ শেয়ার করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অধ্যাপক অ্যান্ড্রু প্রিজিবিলস্কি বলেন, ‘‌ব্রেন রট শব্দের জনপ্রিয়তা প্রমাণ করে দিচ্ছে, আমরা কেমন সময়ে বসবাস করছি।’‌
‘‌ব্রেন রট’‌ শব্দের অর্থ কী?‌ ‘‌ব্রেন’‌ মানে মস্তিষ্ক। আর ‘‌রট’‌ মানে কথার অর্থ পচন। যখন কেউ একটানা তুচ্ছ বা বুদ্ধিহীন কোনও কাজ করে, যেখানে মস্তিষ্কের ব্যবহার নেই বললেই চলে, তখন সেই ব্যক্তির মানসিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি ঘটে। সেই অবস্থাকেই বলে ‘‌ব্রেন রট’‌ বা ‘‌মস্তিষ্কের পচন’‌। অর্থাৎ ‘‌মস্তিষ্কের পচন’‌কে একজন ব্যক্তির মানসিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থার অনুমিত অবনতি, বিশেষ করে তুচ্ছ উপাদান হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যা অনলাইন সামগ্রী অতিরিক্ত ব্যবহারের ফলে দেখা দেয়। এই শব্দটি মানসিক সুস্থতার ওপর তুচ্ছ সামাজিক মিডিয়া সামগ্রী গ্রহণের প্রভাব সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগকে তুলে ধরে।
হোলি ফ্যামিলি হাসপাতালের পরামর্শদাতা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডাঃ নরেন্দ্র কিঙ্গার বলেন, ‘‌মস্তিষ্কের পচন মানসিক ক্ষমতার ধীরগতির হ্রাসকে প্রতিফলিত করে, যা প্রায়শই অতিরিক্ত স্ক্রিন ব্যবহার, উদ্দীপনার অভাব বা অস্বাস্থ্যকর জীবনধারা পছন্দের সাথে যুক্ত।’‌ ‘‌ব্রেন রট’‌ নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়কেই প্রভাবিত করে, যদিও কারণ এবং লক্ষণগুলি আলাদা হতে পারে। শিশুদের মধ্যে, মস্তিষ্কের পচন প্রায়ই কমে যায় মনোযোগের স্প্যান, কাজগুলিতে মনোযোগ দিতে অসুবিধা এবং দুর্বল একাডেমিক কর্মক্ষমতা হিসাবে।
অন্যদিকে, প্রাপ্তবয়স্করা ভুলে যাওয়া, কম অনুপ্রেরণা , বিরক্তি এবং স্মৃতি ও বিনোদনের জন্য ডিভাইসের উপর অতিরিক্ত নির্ভরতা লক্ষ্য করতে পারে।
‘‌ব্রেন রট’‌ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মার্কিন লেখক হেনরি ডেভিড থরো। ১৮৫৪ সালে প্রকাশিত তাঁর বই ‘‌ওয়াল্ডেন’‌–এ প্রথম এই শব্দ ব্যবহার করেছিলেন। তবে এখনকার প্রচলিত অর্থে ‘‌ব্রেন রট’‌ শব্দটি ব্যবহার করেননি থরো। জটিল ধারণাগুলোর প্রতি সাধারণ মানুষের অনাগ্রহ এবং তাঁদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি ঘটছে বলে সমালোচনা করছিলেন তিনি। ইন্টারনেট যুগে জেন জি ও জেন আলফাদের মাঝে প্রথম এই শব্দ জনপ্রিয়তা পাওয়া শুরু করে। তবে এখন মূলধারায় ব্যবহৃত হচ্ছে শব্দটি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নমানের কন্টেন্টকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!