Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৫, ২০২৩

পাক জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে চীন ! গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

আরম্ভ ওয়েব ডেস্ক
পাক জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে চীন !  গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

ভারতে অনুপ্রবেশ করে নাশকতা চালাতে চীনের কাছ থেকে অস্ত্র ও অত্যাধুনিক মানচিত্র পাচ্ছে পাক জঙ্গিরা। চীন থেকে পাওয়া অস্ত্রে নিজেদের শক্তিশালী করেই ভারতে অনুপ্রবেশ করে নাশকতা চালানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, ভারতীয় গোয়েন্দাদের রিপোর্ট থেকে তেমনই তথ্যসামনে আসছে । বেশ কয়েকমাস ধরে কাশ্মীর, পাঞ্জাবের মতো সীমান্তবর্তী রাজ্যগুলো থেকে ভারতের মাটিতে অনুপ্রবেশের চেষ্টা করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেনার সঙ্গে লাগাতার সংঘর্ষেও জড়াচ্ছে তারা।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবির সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন ভারতীয় গোয়েন্দারা। তাঁদের মতে, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই চাইছে জঙ্গিদের হাতে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তুলে দিতে। সেই জন্যই চীনের দ্বারস্থ হয়েছে পাক গোয়েন্দা সংস্থা। চীন থেকে পিস্তল, গ্রেনেডের মতো নানা সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে পাক জঙ্গিদের হাতে। চীনা ড্রোনের মাধ্যমে সোজা পাক অধিকৃত কাশ্মীরে পৌঁছে যাচ্ছে এই সমস্ত অস্ত্র।

ওই রিপোর্ট বলছে, অস্ত্রের পাশাপাশি নানা সরঞ্জামও পাক মদতপুষ্ট জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে চীন। পাক জঙ্গিদের কাছে পাঠান হচ্ছে ডিজিটাল ম্যাপ শিট, দিক নির্ণায়ক যন্ত্রও। সীমান্ত এলাকায় প্রহরা পেরিয়ে কীভাবে ভারতের মাটিতে অনুপ্রবেশ করতে হবে, সেই ছক কষতে কাজে লাগানো হবে এই অত্যাধুনিক মানচিত্রগুলো। এছাড়াও উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও পাক জঙ্গিদের সাহায্য করছে চীন। এমনকি প্রযুক্তিগত ভাবে এমন সহায়তা পাক জঙ্গিদের চীন করছে যাতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে থাকা এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে জঙ্গিরা, যা ধরা পড়বে না ভারতীয় গোয়েন্দাদের নজরদারি ব্যবস্থায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!