- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৩, ২০২৩
কেন ভারত ছাড়তে হয়েছে? আসল কারণ সামনে নিয়ে এলেন পাকিস্তানের সঞ্চালিকা জয়নাব

অনেক আশা নিয়ে বিশ্বকাপে সঞ্চালনা করতে এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় টিভি সঞ্চালিকা জয়নাব আব্বাস। বিভিন্ন দেশের সেরা ক্রিকেটারদের, বিশেষজ্ঞদের মতামত দর্শকদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু বিশ্বকাপ শুরু হতে না হতেই তাঁকে দেশে ফিরে যেতে হয়। আইসিসি–র পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণেই ভারত ছেড়েছেন জয়নাব আব্বাস। কেন তাঁকে ভারত ছাড়তে হয়েছিল, আসল কারণ সামনে নিয়ে এসেছেন পাকিস্তানের এই সঞ্চালিকা।
জয়নাব আব্বাসের বিরুদ্ধে হিন্দু বিরোধী ও ভারত বিদ্বেষী মন্তব্যের অভিযোগ জানিয়ে সাইবার আইনে দিল্লি কোর্টে মামলা করেছিলেন বিনীত জিন্দাল নামে এক আইনজীবী। অনেকেই মনে করেছিলেন, এই মামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার অভাব বোধ করায় ভারত ছেড়েছিলেন জয়নাব। দেশে ফিরে গিয়ে তিনি ভারত ছাড়ার আসল কারণ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ‘এক্স’ হ্যান্ডেলে জয়নাব লিখেছেন, ‘আমাকে ভারত ছাড়ার কথা বলা হয়নি। এমনকি ভারত থেকে বার করেও দেওয়া হয়নি। আমাকে কেউ হুমকিও দেয়নি। তবে পরিবার ও বন্ধুরা আমার নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছিলেন। তাই সকলের কথা চিন্তা করে আমি দেশে ফিরে এসেছি। তবে যে ঘটনা ঘটেছে, তার ওপর দৃষ্টিপাত করার জন্য আমার কিছুটা সময়ের প্রয়োজন হয়েছিল।’
৯ বছর আসে জয়নাব আব্বাস সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘দিল্লির গন্ধ অনেকটা গোমূত্রের মতো।’ তাঁর এই পোস্ট নিয়ে বিতর্ক দেখা দেয়। সুপ্রীম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল দিল্লির আদালতে সাইবার আইনে অভিযোগ জানান। দেশে ফিরে গিয়ে ওই পুরনো পোস্টের জন্য ক্ষমাও চেয়েছেন জয়নাব আব্বাস। দুঃখপ্রকাশ করে তিনি লিখেছেন, ‘দীর্ঘদিন আগে করা আমার এক সোশ্যাল মিডিয়া পোস্টে অনেকেই দুঃখ পেয়েছেন। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ব্যক্তিগত বিশ্বাস এই পোস্টে ফুটে ওঠেনি। এই ধরণের পোস্ট করা আমার উচিত হয়নি। আমার পোস্টে যারা আঘাত পেয়েছেন, আমি আন্তরিকভাবে তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।’
❤ Support Us