Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৬, ২০২৩

পাটনার বৈঠক “সেটিং”, শুভেন্দুর অভিযোগে গুরুত্ব দিতে নারাজ অধীর

আরম্ভ ওয়েব ডেস্ক
পাটনার বৈঠক “সেটিং”, শুভেন্দুর অভিযোগে গুরুত্ব দিতে নারাজ অধীর

পাটনায় কংগ্রেস-তৃণমূল-মাম বৈঠককে তুলে ধরে শুভেন্দু অধিকারী পঞ্চায়েত নির্বাচনের মুখে “সেটিং তত্ত্ব” তুলে ধরে প্রচার করলেও শুভেন্দুর এই প্রচারে গুরুত্ব না দিয়ে পাল্টা শুভেন্দু অধিকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

পাটনায় বাম-তৃণমূল-কংগ্রেস বৈঠকের পর রাজ্য বিজেপি বাম,কংগ্রেস ও তৃণমূলের মধ্যে আঁতাঁতের অভিযোগ তুলেছে। এই বৈঠকের ছবি নিয়ে পঞ্চায়েত ভোটে বাম,কংগ্রেস,তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। বিজেপি বলছে, বাম, কংগ্রেস রাজ্যে তৃণমূলের বিরোধীতা করে দিল্লিতে গিয়ে হাত মেলাচ্ছে।
শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পাটনার বৈঠক নিয়ে একটি টুইটে লিখেছেন-

“TMC = Trinamool + Marxists + Congress

In WB – (Congress + CPM) is the B Team of Trinamool

In Delhi – (Trinamool + CPM) is the B Team of Congress

In Kerala – Congress vs CPM

এই জোট খুবই বিভ্রান্তিকর। এই দলগুলি কি তাহলে পশ্চিমবঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলছেন?
গরিব কংগ্রেস ও সিপিএম কর্মীরা গ্রামে রক্ত, ঘাম ঝরিয়ে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে লড়ছে আর প্রতিপক্ষ দলের শীর্ষ নেতারা পাটনায় সেটিং করছে।”

তবে পটনায় বিরোধী শিবিরের বৈঠকের কোনও প্রত্যক্ষ প্রতিফলন এ রাজ্যের কংগ্রেস রাজনীতিতে পড়বে না বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাংলায় কংগ্রেসের লড়াই চলবে।” শুভেন্দু অধিকারীর এই “সেটিং” তত্ত্বের কোনও গুরুত্বই দিতে রাজি নয় অধীর রঞ্জন চৌধুরী। পাল্টা শুভেন্দু অধিকারীর “বিশ্বাসযোগ্যতা” নিয়েই প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী।

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে রবিবার “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছিলেন। এই সাংবাদিক বৈঠকে সব প্রশ্নই ছিল পটনার বৈঠক এবং রাজ্যে শাসক তৃণমূল ও বিরোধী কংগ্রেসের সমীকরণ প্রসঙ্গে । এই প্রশ্নের উত্তরে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘‘দেশ জুড়ে ‘ভারত তোড়ো’র নীতির বিরুদ্ধে ‘ভারত জোড়ো’র বার্তা নিয়ে কংগ্রেস রাস্তায় নেমেছে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে। পটনায় একটা বৈঠক হয়েছে। নীতীশ কুমার ডেকেছিলেন। তার সঙ্গে কংগ্রেসের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জুড়ে দিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছে গেলে মুশকিল! ওই বৈঠকে না গেলে বলা হত, বিজেপির বিরুদ্ধে লড়তে কংগ্রেস আন্তরিক বা দায়িত্বশীল নয়!’’ পাশাপাশি পটনার ওই বৈঠকের সঙ্গে লক্ষ্মীপুজোর নেমন্তন্নর তুলনা করেন অধীর রঞ্জন চৌধুরী, আগেও পাটনার বৈঠক নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি এই একই মন্তব্য করেছিলেন। রবিবার পাটনার এই বৈঠক প্রসঙ্গে কটাক্ষ করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, এটা আসলে ‘বিয়েবাড়ির নেমন্তন্ন’!


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!