Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৩, ২০২৩

নথি বিকৃতির ঘটনায় এখনই পদক্ষেপ নয়, জানাল ডিভিশন বেঞ্চ

আরম্ভ ওয়েব ডেস্ক
নথি বিকৃতির ঘটনায় এখনই পদক্ষেপ নয়, জানাল ডিভিশন বেঞ্চ

উলুবপড়িয়া ১ ব্লকের পঞ্চায়েত নির্বাচনে ২ সিপিএম প্রার্থীর নথি বিকৃতি-কাণ্ডে আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না সিবিআই। শুক্রবার এই মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার দুপুর ২টোয় এই মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ।

নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের এক কর্মচারীর বিরুদ্ধে। বিডিও- র বিরুদ্ধে মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই দুই বাম প্রার্থী। সেই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি তাঁর নির্দেশে জানান, আগামী ৭ জুলাই তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে সিবিআইকে।

সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলায় দ্রুত শুনানির আবেদনও জানান। বৃহস্পতিবার বিচারপতি বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, শুক্রবার মামলাটি শোনা হবে।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে উলুবেড়িয়া-১ ব্লকের কাশ্মীরা বিবি, অনুজা বিবির মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ উঠেছিল উলুবেড়িয়া ১ এর বিডিও-র বিরুদ্ধে। মামলাকারীদের অভিযোগ, নথি বিকৃত করার ফলেই স্ক্রুটিনি থেকে বাদ চলে গেছে ওই দুই প্রার্থীর নাম। বিডিও-র কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলেও দাবি করেন মামলাকারীরা । এই নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে বলেন, যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মী, তাই রাজ্য নয়, সিবিআই তদন্ত করবে। সেই নির্দেশের উপরই আপাতত স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কের্টের ডিভিশন বেঞ্চ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!