- এই মুহূর্তে দে । শ
- জুন ২১, ২০২৩
সিআরপিএফ নিরাপত্তায়, বড়ঞায় কংগ্রেসের প্রতীক জমা, আদালতের নির্দেশের পরই ধর্ণা প্রত্যাহার অধীরের

বড়ঞায় কংগ্রেসের প্রার্থীদের প্রতীক জমা নিতে হবে বড়ঞার বিডিওকে। কলাকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বুধবার এই নির্দেশ দেন। তিনি বলেন সিআরপিএফ পাহারায় বড়ঞায় কংগ্রেস প্রার্থীদের প্রতীক জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে।
এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কলকাতা হাইকোর্টের এই নির্দেশ শোনার পর বুধবার বিকেলে ধর্ণা তুলে নেন।
কেন এই মামলা?
বড়ঞায় কংগ্রেস প্রার্থীর হাত থেকে ফর্ম ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার বিকেল ৪টে থেকে মুর্শিদাবাদ জেলার বড়ঞায় বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করছিলেন লোকসভার বিরোধী দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সারারাত সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অবস্থানে বসে ছিলেন তিনি। বুধবার সকালেও বড়ঞায় বিডিও অফিসের সামনে অধীরের অবস্থান-বিক্ষোভ চলতে থাকে, পাশাপাশি কংগ্রেসের তরফে এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। আমরা দেখতে পাই বুধবার বেলা বাড়তেই বড়ঞা বিডিও অফিস চত্বরে বাড়তে শুরু করে কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড়। অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমরা না ঘুমিয়ে প্রশাসনের ঘুম ভাঙাতে চাইছি।”
অধীর রঞ্জন চৌধুরী জানান, তাঁর দল রাজ্য নির্বাচন কমিশনের এই আচরণের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন। অবশেষে সেই মামলা কলকাতা হাইকোর্টে ওঠে এবং আদালত রায় দেয় সিআরপিএফ পাহারায় কংগ্রেসের প্রতীক জমা নিতে হবে বড়ঞার বিডিওকে।
কলকাতা হাইকোর্টের এই নির্দেশ বড়ঞায় পৌঁছবার পরই অধীর রঞ্জন চৌধুরী ধর্ণা প্রত্যাহার করে নেন। প্রাথমিক লড়াইয়ে জয়ী হয় কংগ্রেস।
❤ Support Us