Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৬, ২০২৩

রাষ্ট্রপতি শাসনের দাবিতে হাইকোর্টে মামলা, শুনানি শুক্রবার

আরম্ভ ওয়েব ডেস্ক
রাষ্ট্রপতি শাসনের দাবিতে হাইকোর্টে মামলা, শুনানি শুক্রবার

রাজ্যে পঞ্চায়েত ভোট বন্ধ করে, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল সোমবার।

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। মামলার শুনানি হতে পারে চলতি সপ্তাহের শুক্রবার।

কললাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর মতো পরিবেশ নেই। ভোট ঘোষণার পর থেকে রাজ্যে হিংসার ঘটনায় একাধিক মানুষের প্রাণ গিয়েছে। ভোট হলে আরও মানুষের প্রাণ হারাতে হবে। রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনে উপযুক্ত নিরাপত্তার গ্রহণ করতে চাইছে না। যার ফলে সংশয়ে প্রার্থী ও ভোটারদের প্রাণ হারানোর সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোট স্থগিত রাখা হোক। এই দাবিতেই মামলাটি দায়ের করা হয়েছে ।

মামলাকারীর দাবি, রাজ্যে একমাত্র রাষ্ট্রপতি শাসন জারি করেই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট করা সম্ভব। রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে সেই পথে হাঁটুক কেন্দ্র।

মামলাকারীদের বক্তব্য শুনে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে শুরু হয়েছে লাগাতার হিংসা। এখনো পর্যন্ত হিংসার বলি ১০ জন। এরই মধ্যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বিরোধীরা রাজীব সিনহার বিরুদ্ধে লাগাতার অনাস্থা প্রকাশ করছেন। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি আদালত ভোট বাতিলের নির্দেশ দেবে? এটাই এখন দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!