Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৪, ২০২৩

“বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার দাবি ঠিক নয়”, ভাঙড় থেকে সরব অভিষেক

আরম্ভ ওয়েব ডেস্ক
“বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার দাবি ঠিক নয়”, ভাঙড় থেকে সরব অভিষেক

মনোনয়নে বাধা, বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ভাঙড় থেকে নব জোয়ার যাত্রায় রায়দিঘি যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীরা পাঁচদিনে ৮০ হাজার মনোনয়ন জমা দিতে পেরেছেন। তৃণমূল ১০ হাজার মনোনয়ন এই পাঁচদিনে জমা দিতে পেরেছে। বিরোধীদের মনোনয়নে বাধা দিলে তারা কি ৮০ হাজার মনোনয়ন জমা দিতে পারতো? তাই বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার দাবি ঠিক নয়।”

এদিকে অভিষেকের এই অভিযোগ শুনে শুভেন্দু অধিকারী বলেন, “গোটা রাজ্যে ৫০টি ব্লকে তৃণমূলের গুন্ডারা লুঠ চালাচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনার মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য হয়ে কাজ করছেন।”

বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই একদিনে তাহলে তৃণমূল কি করে মনোনয়ন জমা দেবে? তা নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে। জেলায় জেলায় তৃণমূল ছেড়ে বিজেপি, কংগ্রেস, সিপিএম-এ চলে যাচ্ছে তৃণমূলের নেতা-কর্মীরা। এদিকে শুভেন্দু অধিকারী সমস্ত বিরোধীদের আহ্বান জানিয়েছেন, বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসে এসে মনোনয়ন জমা দেওয়ার জন্য।

এদিকে বুধবার ভাঙড়-১, ক্যানিং-১, সন্দেশখালি, ন্যাজাট, ইন্দাস ইত্যাদি জায়গায় শাসক দলের সন্ত্রাসের অভিযোগ করেছে বিরোধীরা। সংবাদ মাধ্যমে দেখা গেছে ভাঙড়-১-এ তৃণমূলের বাধায় আইএসএফ প্রার্থীরা মনোনয়ন জমা দিতে আস্তে পারেননি। সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তৃণমূলের কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “নওশাদ সিদ্দিকীর চামড়া ছাড়িয়ে নেবো। আইএসএফ-কে মনোনয়ন জমা দিতে দেব না।” ভাঙড়ে তৃণমূলের এই দাপাদাপিতে নেতৃত্ত্ব দিয়েছেন আরাবুল ইসলাম, শাজাহান মোল্লা।  আইএসএফ নেতা ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মনোনয়নে শাসকের বাধায় বিরোধীরা মনোনয়ন দিতে পারছেন না, এই নালিশ জানাতে নবান্ন গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করেননি। এদিকে রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার পঞ্চম দিনেও এতো অশান্তি, সংঘর্ষ, বোমা, গুলি চলার পর পুলিশের অদ্ভুত নীরবতা লক্ষ্য করা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!