- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১৭, ২০২৩
মনোনয়ন পর্বে রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটেনি, ৬১টি বোমা উদ্ধার হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনাঘটেনি, পুলিশ তাদের কাছে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে কোনও মৃত্যুর খবর জানায়নি। বোমা উদ্ধার হয়েছে ৬১টি। শুক্রবার রাতে রাজ্য নির্বাচন কমিশন এই রিপোর্ট দিয়েছে।
এই রিপোর্টের অর্থ একটাই, ভাঙড়ে, ক্যানিংয়ে মুড়ি-মুড়কির মতো বোমা ছোড়া হয়েছে বলে বিরোধীরা যে অভিযোগ করে, তা কমিশনের নজরে আসেনি।
কমিশন সূত্রে জানা গেছে, পঞ্চায়েত ভোট সংক্রান্ত অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যু হয়েছে বলে তাদের কাছে কোনও রিপোর্ট নেই। পুলিশ এমন কোনও রিপোর্ট শুক্রবার পর্যন্ত কমিশনকে পাঠায়নি। রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ৩৯টি ঘটনা ঘটেছে বলে কমিশনের রিপোর্টে উল্লেখ রয়েছে। সেই সব ঘটনায় প্রায় ১০০ জনের আহত হওয়ার খবরও পেয়েছে কমিশন পুলিশের কাছ থেকে। এ ছাড়া ৮ জুন পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে ৬১টি বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে কমিশন।
রাজ্যে গত ৮ জুন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ জুন থেকে শুরু হয়েছে রাজ্যের ২২টি জেলার ৩৩১৭ গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া। মনোনয়ন জমা দেওয়া নিয়ে প্রথম দিন থেকেই রাজ্য জুড়ে একের পর এক অশান্তির অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের খড়গ্রামে মনোনয়নের প্রথম দিনই বাড়ি এসে কংগ্রেস সমর্থক ফুলচাঁদ শেখকে শাসকদলের দুস্কৃতীরা খুন করেছে বলে মৃতের পরিবারের অভিযোগ।এই ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। এই তথ্য পুলিশ কমিশনে দেয়নি।
মনোনয়নকে কেন্দ্র করে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু বোমা, ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে ভাঙড়ে। পরে মনোনয়নের শেষ দিনে চোপড়া এবং ভাঙড়ে অশান্তির ঘটনায় গুলি লেগে ৩ জনের মৃত্যু হয় বলে অভিযোগ করে বিরোধীরা। সিপিএম এবং আইএসএফ জানায়, তাদের কর্মীদের মৃত্যু হয়েছে ওই অশান্তির জেরে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভাঙড়ে তাঁর দলের কর্মী খুন হয়েছেন। আইএসএস বিধায়ক, প্রদেশ কংগ্রেস সভাপতি কমিশনে তাঁদের দলীয় কর্মী খুনের কথা জানিয়েছেন। তবে, কমিশনের কাছে এখনও এই সব তথ্য এসে পৌঁছয়নি বলে জানিয়েছে কমিশন।
❤ Support Us