Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৮, ২০২৩

সৌদিতে বসে পঞ্চায়েতের মনোনয়ন জমা ? আদালতে রিপোর্ট জমা দেবে কমিশন !

আরম্ভ ওয়েব ডেস্ক
সৌদিতে বসে পঞ্চায়েতের মনোনয়ন জমা ? আদালতে রিপোর্ট জমা দেবে কমিশন !

শেষ পর্যন্ত সৌদি আরবে বসে কী ভাবে মিনাখাঁর তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিলেন, রাজ্য নির্বাচন কমিশন আদালতে সেই রিপোর্ট পেশ করতে চলেছে। রিপোর্টে জালিয়াতির বিষয়টিই উল্লেখ করা হবে জানা গিয়েছে কমিশন সূত্রে। তাহলে কমিশন কী রাজ্যের বিরুদ্ধে এবার আদালতে অভিযোগ জানাবে?

২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে সৌদি আরবে বসে জালিয়াতি করে মনোনয়ন জমা দিয়েছেন মিনাখাঁ তৃণমূল প্রার্থী। এমনটাই কলকাতা হাইকোর্টে জানাতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সৌদি আরবে বসে কী ভাবে ওই তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিলেন তা জানতে চেয়ে হাইকোর্টে একটি মামলা হয়। সেই মামলায় আদালত কমিশনের জবাব তলব করে। এবার আদালতে তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই মনোনয়ন জালিয়াতির বিষয়টি জানাতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।

নিয়মানুসারে প্রার্থীর মনোনয়ন প্রস্তাবককে দিয়ে পাঠানো যেতে পারে। সে ক্ষেত্রে হলফনামায় প্রার্থীকে সই করতেই হয়। এই হলফনামা যাচাই করে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী হলফনামায় সই করেছেন ১০ জুন। অথচ ৪ জুন তিনি হজ করতে সৌদি আরবে চলে গিয়েছিলেন। তাহলে তিনি কী করে সই করলেন ? তবে কী মনোনয়ন জমা দেওয়ার সময় জালিয়াতি করেছেন শাসকদলের প্রার্থী। আর প্রশাসন সেটা জেনেও নীরব ছিল?

মিনাখাঁর এই তৃণমূল প্রার্থীর নাম মহারুদ্দিন গাজি। তিনি ১০ জুন মনোনয়ন জমা দেন কিন্তু সেই সময় তিনি ভারতেই উপস্থিত ছিলেন না। আদালতে মামলাকারীর আইনজীবীর দাবি, পঞ্চায়েত নির্বাচন আইন অনুযায়ী রিটার্নিং অফিসারের সামনে বসে প্রার্থীকে লিখিত হলফনামা দিতে হয়। লিখতে হয় যে তিনি মনোনয়ন পত্রে সই করেছেন। কিন্তু মহারুদ্দিন গাজির ক্ষেত্রে সেটা করা হয়নি।

কিন্তু তা সত্ত্বেও তিনি কী করে মনোনয়ন জমা দিলেন? মামলাকারীর আইনজীবীর দাবি, যেহেতু মনোনয়ন জমা দেওয়ার সময় কেউ অসম্মতি জানাননি, তাই মনোনয়ন জমা দিতে কোনও অসুবিধা হয়নি। মামলাকারীর দাবি, এই মনোনয়ন অবৈধ। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা বুধবার ওঠে। বিচারপতি অমৃতা সিনহা রাজ্য নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!